মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বরিশাল মহানগর ছাত্র জমিয়তের কাউন্সিল: শাহরিয়ার সভাপতি, জহিরুল সম্পাদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল মহানগরীর সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩ সেপ্টেম্বর) শুক্রবার নগরীর সদর রোডস্থ বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

মহানগর জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মুফতী মুহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী নাসিরুদ্দিন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুজাইফা ইবনে ওমর।

প্রধান অতিথির বক্তব্যে মুফতী নাছিরুদ্দিন খান বলেন, জমিয়ত গত একশত দুই বছরের ইতিহাসে বাতিল শক্তির সঙ্গে আপোষ করেনি। এই কাফেলা ক্ষমতা লিপ্সু নয়। কেবল ক্ষমতার রাজনীতির চর্চা জমিয়ত করে না। জমিয়ত নিজস্ব স্বকীয়তা বজায় রেখে যুগ যুগ ধরে দেশ ও জাতির কল্যাণে সংগ্রাম করে আসছে।

ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুজাইফা ইবনে ওমর বলেন, শিক্ষাজীবনে জ্ঞান অর্জনের পাশাপাশি অর্জিত জ্ঞানের প্রায়োগিক উৎকর্ষ সাধন করতে হবে। আগামী দিনের যোগ্য নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। সেই লক্ষে ছাত্র জমিয়তের ব্যক্তি গঠনের প্রোগ্রামে সকলকে সর্বাত্মকভাবে আত্মনিয়োগ করার আহবান জানান ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক।

May be an image of 3 people, beard and text that says 'জহিরুল শাহরিয়ার আবির'

সদস্য সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা আতাউল্লাহ হুসাইনী, প্রশিক্ষণ সম্পাদক মুফতী নোমান আহমাদ, যুব বিষয়ক সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, বরিশাল জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখলিসুর রহমান, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সাদ বিন জাকির, বরিশাল জেলা ছাত্র জমিয়তের আহবায়ক আব্দুর রহমান সাব্বির।

সদস্য সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এম শাহরিয়ার হাসানকে সভাপতি, জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও আবির হাসানকে সাংগঠনিক সম্পাদক করে বরিশাল মহানগর ছাত্র জমিয়তের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুজাইফা ইবনে ওমর।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ