মাকসুদুর রহমান সাইমন রশীদি।
অলসতা, ক্লান্তি, অনেক লোক বলে আমার 'অলসতা ' লাগে। কোন চিকিৎসা বলেদেন। এই বিষয় আশরাফ আলী থানবী রহ. বলতেন।
জোর জবরদস্তি ছাড়া অলসতার কোন চিকিৎসা নেই, অর্থাৎ নিজের উপর জোর খাটাও, জোর করে এই অলসতা কে দূর করো,যদি না করো, তবে সারা জীবন এই কান্নাকাটি থেকে যাবে।
অলসতা আসে! ক্লান্তি আসে! কতক্ষণ পর্যন্ত আসবে এসব?? তোমার কাছে যদি কোন বার্তা আসে যে,,তুমি পুরস্কার হিসেবে এক লক্ষ্য টাকা পেতে যাচ্ছো, তাহলে ওখানে যেতে কি আলসামি লাগবে?
ঘুম আসে, আলসেমি লাগে! এসবের কি চিকিৎসা করবে,ভাই? আলসেমি? ওখানে তো যেতেই হবে। এসব (বিষয় কি বলবে) ভাই, আমার আলসেমি লাগছে! তাতো ঠিকই দৌড়ে গিয়ে নিয়ে নেবে।
যে সব নিয়ামত বিতরণ করা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আনুগত্যের মধ্যে, সে সবে যদি আলসামি লাগে, তবে সে আলসেমির সাথে লড়াই করো।নিজের উপর জবরদস্তি করো।
এমনি ভাবে যদি গুনাহ করার ইচ্ছা হয়, তাহলে এর সাথে লড়াই করো। ঐ খাহেশের সাথে লড়াই করো। নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করো,
জান্নাতের যে এতো পুরস্কার, সেগুলো কিসের বিনিময়ে?? ধৈর্যের।।
সবর কারীরা যখন তাদের মাকামে পৌঁছাবে, তাদের স্বাগতম জানানো হবেও সালাম দেয়া হবে। এগুলো হচ্ছে তার প্রতিদান,যা পূর্বে আলোচনা হয়েছে। অর্থাৎ ধৈর্যের।।
-এটি