মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

আইন অমান্য করে আবর্জনা ফেলায় জরিমানা মসিকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

শহরকে পরিচ্ছন্ন রাখতে দিনের বেলায় আবর্জনা ফেললে জরিমানা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। শহরের ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে সম্প্রতি স্থাপিত সিসি ক্যমেরার ফুটেজ দেখে যারা দিনের বেলা আবর্জনা ফেলেছেন তাদেরকে জরিমানা করা শুরু করেছে মসিক ভ্রাম্যমান আদালত।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. আরিফুর রহমান পরিচালিত ভ্রাম্যমান আদালত এ অপরাধে নতুন বাজার, সি কে ঘোষ রোড এবং ধোপাখোলা মোড় এলাকায় ৬ মামলায় ৫ হাজার ৮০০ টাকা জরিমানা করে।

এ প্রসঙ্গে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে মেয়র মুহা. ইকরামুল হক টিটুর নির্দেশে আমরা এ বছর ফেব্রুয়ারি থেকে রাত্রীকালীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করেছি। এতে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টার মধ্যে নির্ধারিত স্থানে আবর্জনা ফেলতে বলা হয়েছে। এজন্য মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, নাটিকা এবং সচেতনতা ক্যাম্পেইনের মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করা হয়েছে। তবুও অনেকেই দিনের বেলা আবর্জনা ফেলে শহরকে নোংরা করছিলেন। আজ থেকে আমরা ভিডিও ফুটেজ দেখে অভিযান করছি। এ কার্যক্রম অব্যহত থাকবে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাব্বত আলী, সুপারভাইজার মুহা. রবিউল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর মুহা. জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ