মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বাদশাহ হারুনুর রশীদের প্রতি বাহলুল পাগলের নসিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের: একবার হযরত বাহলুল রাহিমাহুল্লাহু তাআলার সাথে বাদশাহ হারুনুর রশীদের সাক্ষাত হয়৷ হারুনুর রশীদ তাঁকে উদ্দেশ্য করে বলেন, অনেকদিন যাবত আপনার সাথে সাক্ষাত করার আমার কামনা-বাসনা ছিলো৷ হযরত বাহলুল রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আপনার সাথে দেখা করার তো আগ্রহ আমার মনে কখনো উদয় হয়নি৷

বাদশাহ তার কাছে কিছু নসিহত শোনার আবদার করেন৷ তিনি বাদশাহকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি কী নসিহত করবো৷ তবে এইযে অট্টালিকাগুলো দেখছেন৷ এইযে মহল্লাগুলো৷ সেখানে নামিদামী যারা বসবাস করতো, তাদের বর্তমান ঠিকানা হলো ঐযে দেখা যায় কবরস্থান সেখানে৷ এর চেয়ে বড় কোন আর নসিহত হতে পারে না৷ তাদের চলে যাওয়া জীবন নিয়ে চিন্তা করলে অন্যকোন নসিহতের প্রয়োজন পড়ে না’৷

তারপর বাদশাহকে উদ্দেশ্য করে বলেন, ‘হে আমীরুল মুমিনীন! আপনি ভেবেছেন আপনার অবস্থা কেমন ভয়াবহ হবে, যখন আপনাকে বিচার দিনে উলঙ্গ অবস্থায়, নগ্ন পায়ে, পিপাসার্ত অবস্থায় আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে৷ ছোট থেকে ছোট বিষয়েও আপনাকে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে৷ লোকজন চেয়ে চেয়ে আপনাকে দেখবে আর হাসতে থাকবে’৷

এই নসিহত শুনে বাদশাহ কাঁধতে শুরু করে দেন৷ কাঁধতে কাঁধতে হেঁচকি দিতে শুরু করেন৷ ধুকধুক করে কান্না করতে থাকেন৷

হযরত বাহলুল রাহিমাহুল্লাহু তাআলা মুস্তাজাবুদ্দাওয়াহ বুযুর্গ ছিলেন৷ বাদশাহ একবার তার কাছে কিছু হাদিয়া প্রেরণ করেন৷ তিনি সেগুলো ফিরিয়ে দেন৷ এবং বলে দেন, আপনি এগুলো যাদের কাছ থেকে নিয়েছেন, তাদেরকে ফিরিয়ে দেন যেনো হাশরের দিন এই ব্যাপারে আপনার জবাবদিহী করতে না হয়৷ আর সেদিন আপনার কাছে পাওনাদারকে সন্তুষ্ট করার মতো কোন পাথেয়ও থাকবে না৷

বাদশাহ হারুনুর রশীদ এই কথা শুনে কাঁধতে শুরু করেন৷ বাদশাহ হারুনুর রশীদ নিজেও বড় আলেম ছিলেন৷ হাদীস বিশারদ ছিলেন৷ সুবিচারক বাদশাহ ছিলেন৷ সূত্র: আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ