মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

নিয়মিত জিকিরের তাওফিক লাভ আল্লাহর বিশেষ এক নেয়ামত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাকসুদুর রহমান সাইমন রশীদি।।

আশরাফ আলী থানবী রহ. বলেন, একদিন বসে কিছু সময় জিকির করাটা সম্ভব। কিন্তু নূর সৃষ্টি কারী নিয়মিত জিকির ইসলাহ ছাড়া সম্ভব নয়। জিকিরের মধ্যে একাগ্রতা ও সারাক্ষণ মনোযোগ- যা নূর সৃষ্টি হওয়ার জন্যে শর্ত -ইসলাহ ছাড়া হয় না। কারণ, জিকিরের মধ্যে মনোযোগ আল্লাহ তায়ালা মনোযোগ দেওয়ার কারণে,অর্থাৎ আল্লাহ দান করার ফলে। আর এটা আল্লাহর হাতে।

আল্লাহ দান না করলে জিকির করারও তাওফিক হয় না।আল্লাহ ওয়ালা গণ এর হাকীকত খুব বুঝেন।শেখ শিহাবুদ্দীন সোহরাওয়ার্দী রহ.-এর কিতাব আওয়ারেফের মধ্যে এক বুজুর্গের ঘটনা লিখেছেন যে,একদিন তিনি জিকির করতে চাচ্ছিলেন।কিন্তু জিহবা চলছিল না। ইচ্ছা ও ছিলো, চেতনা ও ছিল কিন্তু জিহবা নড়ে না খুব অস্থির হলেন।কান্নাকাটি করে আল্লাহ তায়ালার কাছে আবেদন করলেন-হে আল্লাহ!

কোন ত্রুটি হয়ে থাকলে অবগত করে দিন। যাতে তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে প্রতি কার করতে পারি। ইলহাম হলো, অমুক সময় বেয়াদবি করে একটি খারাপ কথা বলেছিলে। আজ তার ভোগান্তি ভুগছো।

তিনি খুব কান্নাকাটি করলেন। তাওবা-ইস্তিগপার করলেন। তারপর জিহবা চলতে আরম্ভ করল। আল্লাহর জিকিরকে নিজের আসল কাজ বুঝতে পারলে,যে কাজ তার মধ্যে বিঘ্ন সৃষ্টিকারী হবে তা থেকে মন ঘাবড়াবে। আর সমস্ত গোনাহ জিকিরের মধ্যে বিঘ্ন সৃষ্টি কারী। তাই সব গোনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হবে। তার পর ধীরে ধীরে অহেতুক বৈধ কাজের প্রতি ও ঘৃণা সৃষ্টি হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ