মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এইচডিইউ ইউনিট স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা চিকিৎসার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল চট্টগ্রামের কোভিড ডেডিকেটেড জেনারেল হাসপাতাল। নতুন করে এই হাসপাতালে ছয় শয্যার হাই ডিপেনডেন্সি ইউনিট স্থাপন করা হয়েছে।

এতে একদিকে যেমন হাসপাতালটির সক্ষমতা বেড়েছে, তেমনি করোনা রোগীদের উন্নতমানের সেবা দেওয়া সম্ভব হবে বলে মনে করেন চিকিৎসকরা।

কোভিড ডেডিকেটেড নগরীর জেনারেল হাসপাতালে গত বছরের এপ্রিলে ১০০ শয্যার করোনা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়। পরবর্তীতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় ১৫০ শয্যা করা হয়।

এ ছাড়া গত বছর জুলাই থেকে ১০ শয্যার আইসিইউ ইউনিট চালু করা হলেও তা বাড়িয়ে বর্তমানে ১৮টি করা হয়। করোনা মহামারিতে আইসিইউয়ের ওপর চাপ বেড়ে যাওয়ায় নতুন করে ছয় শয্যার এইচডিইউ ইউনিট স্থাপন করা হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার এ এস এম তারেক বলেন, কোভিডে যেহেতু আইসিইউর চাহিদা বেশি, সংখ্যাটা এখনো অনেক ছোট মনে হচ্ছে কিন্তু ২৪টা বেড আইসিইউ গড়ে তোলা এবং ২৪ বেড আইসিইউ ব্যবস্থাপনা বড় ব্যাপার। আমি মনে করি, এটা আমাদের সক্ষমতা অনেক বাড়িয়েছে। রোগীদের সেবার পরিধিও অনেক বেড়েছে।

আধুনিক সব লজিস্টিক সাপোর্টের মাধ্যমে এই এইচডিইউ ইউনিট স্থাপন করা হয়েছে বলে জানান চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ এবং এনেসথেসিয়া বিভাগের কনসালটেন্ট মৌমিতা দাশ।

তিনি জানান, আমাদের এখানে আধুনিক লজিস্টিক স্থাপনা করেছি। আমরা সরকারি হাসপাতালে প্রথম সিসিটিভি মনিটর, সেন্ট্রাল মনিটর ও ডেক্সটপ বিল্টইন কম্পিউটার স্থাপন করেছি।

তবে করোনার সংক্রমণ, মৃত্যুহার কমলেও এইচডিইউ কিংবা আইসিইউয়ের চাহিদা কমেনি। নতুনভাবে স্থাপিত এইচডিইউ থেকে করোনা রোগীদের উন্নত মানের সেবা দেওয়া সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ এবং এইচডিইউ ইউনিটের ইনচার্জ সাইফুল আলম সাজ্জাদ বলেন, এটা চট্টগ্রামের মানুষের জন্য ডিমান্ডিং এবং এর যে চাহিদা তা খুব অল্প সময়ে শেষ হয়ে যাবে আমার এমনটা মনে করি না।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ