মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

নাতিকে গলা টিপে হত্যার দায়ে সৎ দাদির মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া শেখপাড়া গ্রামে নাতি রিফাত হোসেনকে (৭) গলা টিপে হত্যার দায়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দাদি কুলসুম খাতুনকে (৩৭) মৃত্যুদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির। আসামির উপস্থিতিতে তিনি এ রায় ঘোষণা করেন।

কুলসুম খাতুন ওই গ্রামের মজিবুর রহমানের স্ত্রী। এ বিষয়ে সরকারপক্ষের পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান জানান, ২০১৮ সালের ১৭ জুন দুপুরে খাওয়ার পর আসামি কুলছুম খাতুনের নাতি স্থানীয় ব্র্যাক স্কুলের ছাত্র রিফাত হোসেন (৭) বাড়ির পাশে খেলতে যায়। এ সময় কুলসুম খাতুন তাকে ডেকে পাশের একটি পাটখেতে নিয়ে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।

এ ঘটনার পরদিন রিফাতের বাবা চাঁন মিয়া বাদী হয়ে কুলসুম খাতুন ও সাইদুল হককে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে আসামি কুলসুম খাতুন হত্যার দায় স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ শুনানি শেষে এদিন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামি কুলসুম খাতুনকে মৃত্যুদণ্ডসহ নগদ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি সাইদুল হককে বেকসুর খালাস প্রদান করেন।

পারিবারিক কলহের জের ধরে এ হত্যা বলে পিপি জানান। এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ