মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

‘অপ্রাপ্ত বয়স্কদের চালক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অপরিচিত বা যাত্রীদের দেওয়া পানীয় বা অন্য কোনো খাবার না খাওয়ার বিষয়ে সচেতন হওয়ার জন্য সিএনজি/মিশুক চালকদের প্রতি আহ্বান জানিয়েছে ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশ।

শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর রেলির মোড় এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা, মিশুক, ইজিবাইক ও সিএনজি মালিক এবং চালকদের সঙ্গে এক মত বিনিময় সভায় কোতোয়ালী থানার নতুন ওসি শাহ কামাল আকন্দ এ আহ্বান জানান ।

চালক ও মালিকদের বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে এ পরামর্শমূলক সভার উদ্যোগ নেওয়া হয়। এমন সভা নগরীর বিভিন্ন পয়েন্টেই আয়োজন করা হবে জানান ওসি।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, অপ্রাপ্ত বয়স্ক কোন ব্যাক্তিকে অটোরিকশা, সিএনজিচালক হিসাবে নিয়োগ দেওয়া যাবে না। চালকদের মোবাইল নম্বরসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মালিকদের জমা রাখতে হবে। অপরিচিত ও মাদকাসক্ত কোনো ব্যক্তিকে চালক হিসাবে নিয়োগ দেওয়া যাবে না। এছাড়া চিহ্নিত সন্ত্রাসী বা অপরাধ চক্রের সঙ্গে জড়িত কোন ব্যাক্তিকে চালক হিসাবে নিয়োগ দেওয়া যাবে না।

চালকদের উদ্দেশ্য তিনি বলেন, সামান্য বাড়তি ভাড়ার লোভে পরে সন্ধ্যার পর শহরের বাইরে বা নির্জন এলাকায় রিজার্ভ ভাড়া না যাওয়া, উঠতি বয়সের সংঘবদ্ধ যাত্রীদের নিয়ে রিজার্ভ ভাড়া থেকে বিরত থাকতে হবে। এরপরও কোথাও কোন ধরনের অপরাধ সংগঠিত বা সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক নিকটস্থ থানা, ফাঁড়ি পুলিশ বা ৯৯৯-এ কল করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ