আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৮০ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ হাজার ৯২৬ জন।
একই সময়ে করোনা আক্রান্ত তিন হাজার ৪৩৬ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া, ৭ আগস্ট মৃত্যু হয়েছিল ২৬১ জনের। গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৫ হাজার ১২৯টি নমুনা পরীক্ষায় তিন হাজার ৪৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮০ জনের মধ্যে ৪১ জন পুরুষ ও ৩৯ জন নারী।
২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ২১ জন মারা গেছেন।
এ ছাড়া, খুলনা বিভাগে নয় জন, সিলেট বিভাগে ছয় জন, বরিশাল বিভাগে চার জন, রংপুর বিভাগে তিন জন, ময়মনসিংহ বিভাগে দুই জন ও রাজশাহী বিভাগে একজন মারা গেছেন।
একই সময়ে দেশে সুস্থ হয়েছেন চার হাজার ৮৬১ জন। মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ নয় হাজার ২৩১ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৬১ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৭৪ শতাংশ।
এমডব্লিউ/