মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় মসজিদ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্নকাঠীর টি.আই. নিজাম এর বাড়িতে মসজিদ উদ্বোধন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম।

আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাদ আছর তিনি এ মসজিদ উদ্বোধন করেছেন। বিষয়টি আওয়ার ইসলামকে জানিয়েছেন মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম এর ব্যক্তিগত সহকারী মাওলানা আবু বকর।

মসজিদ উদ্বোধন উপলক্ষে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন শায়খুল হাদিস আল্লামা মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম।

এ সময় তিনি বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর। হাদিসে আছে, দুনিয়ায় যে একটি মসজিদ বানালো, আল্লাহ তায়ালা জান্নাতে তার জন্য একটি বালাখানা বানাবেন। তাই মসজিদ নির্মাণের পাশাপাশি এর হেফাজত করতে হবে। এর রক্ষণাবেক্ষণ করতে হবে। নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। মসজিদের অন্যান্য হক আদায় করতে হবে।’

তিনি আরও বলেন, ‘মসজিদে যতদিন বাচ্চাদের যাতায়াত থাকবে ততদিন দীন থাকবে। নামাজ থাকবে। ইসলাম থাকবে। বাচ্চাদের যাতায়াত কমে গেলে দীন ইসলাম থাকবে না। নামাজ থাকবে না। তাই বাচ্চাদের বেশি বেশি মসজিদে আসতে উৎসাহ প্রদান করুন। তারাই আমাদের ভবিষ্যৎ। নামাজের প্রতি তাদের উদ্বুদ্ধ করুন।’

মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  স্থানীয় হাতপাখা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আহমদ তালুকদার, সাহেবের হাট বন্দর থানার পুলিশ কর্মকর্তা, স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদে কমিটির সভাপতি, সেক্রেটারিসহ মসজিদের মুসুল্লিগণ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ