মুযযাম্মিল হক উমায়ের।। ইবনে আবিস সায়িব রাহিমাহুল্লাহু তাআলা একজন তাবিয়ী ছিলেন৷ ছিলেন মদীনার একজন প্রখ্যাত ওয়ায়েজ৷ মদীনার বিভিন্ন এলাকায় প্রচুর ওয়াজ করে বেড়াতেন৷ বিভিন্ন মজলিসের জন্যে সুন্দর সুন্দর দুআ নিজের থেকে তৈয়ার করতেন এবং নিজের স্বকীয়তা প্রকাশ করার উদ্দেশ্যে সেগুলো বিভিন্ন মজলিসে পড়তেন৷ এবং স্থানে বেস্থানে ওয়াজ করে বেড়াতেন৷
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁকে উদ্দেশ্য করে বলেন, তুমি আমার কাছে তিনটি বিষয়ের ওয়াদাবদ্ধ হও, নয়তো আমি তোমার সাথে বয়কট করবো৷
তিনি আরজ করেন, সেগুলো কী? উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ১. সাঁজিয়ে গোছিয়ে লৌকিকতা প্রদর্শন দুআ করা থেকে বিরত থাকো৷ কারণ, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এভাবে দুআ করতেন না৷ কোন সাহাবী এভাবে দুআ করতেন না৷
২. সপ্তাহে একদিন বয়ান করবে৷ নয়লে দুই দিন৷ আরো বেশি চাইলে তিন দিন৷ এর চেয়ে বেশি সময় বয়ান করা যাবে না৷
৩. স্থানে বেস্থানে ওয়াজ করা যাবে না৷ যেখানেসেখানে লোক দেখলেই বয়ান করা যাবে না৷ মানুষের প্রয়োজনীয় কথা বন্ধ করে দিয়ে ওয়াজ করে মানুষকে আল্লাহ তাআলার কিতাবের ব্যাপারে অতিষ্ঠ করা যাবে না৷ (তখন ওয়াজের উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে) লোকজন যখন ওয়াজ শোনার আগ্রহ প্রকাশ করবে কেবল তখনি ওয়াজ করতে হবে৷ (তখন মানুষ নসিহত গ্রহণ করার প্রস্ততি নিয়ে একাগ্রচিত্তে বসবে এবং ওয়াজ শুনবে) সূত্র: আকওয়ালে সালফ
-এটি