আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার উভয় সিটিতে মশা নিধনে থাকে বড় বড় মেগা বাজেট। রয়েছে ব্যাপক জনবল। কিন্তু কাজটা কি হচ্ছে? প্রতি বছরের ন্যায় এবছরও চলতি মাসে প্রতিদিন শত শত মানুষকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি হতে হচ্ছে। বাজেটের সুষ্ঠু ব্যবহার না থাকা, যুগোপযোগী ও বাস্তব সম্মত পরিকল্পনার অভাব, সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়োগকৃত জনবলের সঠিক ব্যবহার না করাই প্রতি বছর ডেঙ্গু দূর্গতির অন্যতম কারন।
গতকাল ২১ আগষ্ট শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ রামপুরা থানা শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নগর উত্তরের সহ-সভাপতি আল্লামা মুফতী ওয়ালী উল্লাহ উপরোক্ত মন্তব্য করেন।
মুফতী ওয়ালী উল্লাহ আরও বলেন; স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে প্রতিদিনই দুই শতাধিক জনগণ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অথচ ঢাকা সিটি উত্তরের মেয়র মহোদয় বলেছেন ডিএনসিসিতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যা নগরবাসীর সাথে স্পষ্ট অসদাচরণের সামিল।
নিয়মিত তদারকি, বরাদ্দ ও জনবলের সুষ্ঠু ব্যবহার হলে ঢাকা সিটিতে মশার অস্তিত্বও হয়তো খুঁজে পাওয়া দুস্কর হবার কথা। কিন্তু প্রেক্ষাপট এর সম্পূর্ণ বিপরীত। যে কারণে প্রতিবছর খেসারত দিতে হচ্ছে নগর ও দেশবাসীকে।
-এটি