আওয়ার ইসলাম ডেস্ক: জামেয়া মাদানিয়া আংগুরা মোহাম্মদ পুর বিয়ানীবাজার সিলেটের উদ্দ্যোগে হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার (২১ আগস্ট) বাদ যোহর মাদ্রাসার মসজিদ মিলনায়তনে হাফিজ মাওলানা ফরহাদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের সভাপতি,জামেয়া মাদানিয়া আংগুরা মোহাম্মদ পুর এর মোহতামীম আল্লামা শায়খ জিয়া উদ্দিন,মাওলানা জামিল আহমদ আনসারী, জামেয়া মাদানিয়ার শিক্ষক মাওলানা আব্দুল হাফিজ শমসেননগরী,জামেয়ার মুহাদ্দিস সভাপতি মাওলানা আসাআদ উদ্দিন আল মাহমুদ ও মাওলানা বিলাল আহমদ ইমরান প্রমূখ।
আলোচকবৃন্দ বলেন,আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহ. ছিলেন একজন আপাদমস্তক আশেকে রাসুল,তিনি আন্দোলনের ময়দানে যতটা বিচক্ষণ,দূরদর্শী ও সর্বমহলে প্রিয় ব্যক্তি ছিলেন ঠিক ততোটা প্রিয় ছিলেন হাদীসে-দরসে ছাত্রদের অন্তরে।
বাংলাদেশের মধ্যে যত গণ্যমান্য ব্যক্তিত্ব আছেন জুনায়েদ বাবুনগরী রহ.ছিলেন তাদের মধ্যে অন্যতম।
পরিশেষে জামেয়ার নির্বাহী মুহতামিম মাওলানা ফারুক আহমদ এর দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত হয়।