মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য

জুমা শেষে হাটহাজারীতে দুই রাহবারের কবর জিয়ারতে জনতার ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

শুক্রবার জুমার নামাজ আদায়ের পর আল- জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার 'মাকবারায়ে জামেয়ায়' আল্লামা শাহ আহম্মদ শফী রহ. আল্লামা জুনায়েদ বাবনগরী রহ.-এর কবর জিয়ারতে হাজারো ছাত্র, ভক্ত, অনুসারী ও শুভাকাঙ্খীর ঢল নেমেছিল।

প্রিয় দুই শায়খের কবর জিয়ারত করতে আসা অনেকেই চোখেই ছিল ব্যথা ও হারানোর অশ্রু।আল্লামা শাহ আহম্মদ শফী রহ.কে হারানোর এক বছর হলেও আল্লামা জুনায়েদ বাবনগরী রহ.কে হারানোর ব্যথা তাজা ছিল সবার মনে। সবাই দোয়া করেছেন আল্লাহ তায়ালা যেন দুই আলেমেদ্বীনসহ সমস্ত কবর বাসীদের জন্য জান্নাতবাসী করেন।

এসময় হাজারো মানুষের ভীড়ে কবর জিয়ারত করতে দেখা যায় আল্লামা জুনায়েদ বাবনগরী রহ.-এর মেয়ের পুত্র (নাতি) সাদকেও। কবরস্থানের আশেপাশে মুসল্লিরা জিয়ারত করতে আসলে সেখানে প্রচুর ভীড় জমতে দেখা যায়।

প্রসঙ্গত, বাংলাদেশের কিংবদন্তী আলেম ছিলেন আল্লামা শাহ আহমদ শফী রহ.। গতবছরের ১৮ সেপ্টেম্বর দুনিয়া থেকে বিদায় নেন এ কিংবদন্তি। তার ইন্তেকালের  ১১ মাস পর (১৯ আগস্ট)  বৃহস্পতিবার তার পথ ধরেই বিদায় রবের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.।

আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির। আল্লামা জুনায়েদ বাবুনগরী ছিলেন হেফাজতে ইসলামের প্রতিষ্ঠালীন মহাসচিব। আল্লামা শাহ আহমদ শফী রহ. এর ইন্তেকালের পর হেফাজতে ইসলামের আমির নির্বাচিত হোন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

গত বছরের (১৮ সেপ্টেম্বর) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় পুরান ঢাকার গেণ্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন আল্লামা শাহ আহমদ শফী রহ.।

গতকাল ১৯ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ১২ টা৩০ মিনিটে ইন্তেকাল করেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.। তিনিও হাসপাতালেই ইন্তেকাল করেন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ