মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য

দীর্ঘ সাড়ে ৪ মাস পর খুলছে সিলেটের সকল পর্যটন কেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী: করোনা পরিস্থিতির কারণে টানা সাড়ে চারমাস বন্ধ থাকার পর খুলে দেয়া হচ্ছে সিলেটের সকল পর্যটন কেন্দ্র। বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে সিলেট জেলার সকল হোটেল রিসোর্টসহ সব পর্যটন কেন্দ্র খুলে দেয়া হচ্ছে।

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দ্বিতীয় বারের মত গত ১এপ্রিল থেকে সিলেটের সকল পর্যটন কেন্দ্র বন্ধ রাখা নির্দেশনা দেয়া হয়। এই নির্দেশনার পরপরই সিলেটের সকল পর্যটনকেন্দ্র ও হোটেল-গেস্ট হাউস বন্ধ হয়ে যায়। যদিও সল্পপরিসরে পর্যটনকেন্দ্রে তখনো মানুষের যাতায়াত ছিল, তবে কোন ভিড় হয়নি।

এদিকে করোনা সংক্রমণ কিছুটা কমে যাওয়া, লকডাউন খুলে দেওয়া এবং জনজীবনের আর্থিক অবস্থার কথা বিবেচনায় আগামী ১৯ আগস্ট থেকে শর্তসাপেক্ষে সিলেটের সকল পর্যটনকেন্দ্র ও হোটেল-মোটেল-গেস্ট হাউস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদে শুনে জেলার সকল আবাসিক হোটেল পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি পর্যটকদের উপভোগের জন্য নতুনভাবে সাজানোর কাজ করছে পর্যটন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।

ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘ সাড়ে ৪ মাস পর খুলে দেওয়া হচ্ছে এ জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। এতোদিন পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে। সিলেটের সকল পর্যটন কেন্দ্র খুললে আশা করি পর্যটকেরা বেড়াতে আসবে এবং পর্যটন ব্যবসায়ীরা তাদের দৈনন্দিন খরচগুলো তুলতে সক্ষম হবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ