মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

আশুরার তাৎপর্য ও ফযীলত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তরিকুল ইসলাম মুক্তার।।

আমাদের জীবন থেকে চলে গেল একটি বছর। শুরু হল একটি নতুন বছর। হিজরি বর্ষের প্রথম মাস মহররম। শব্দটি আরবী। যার আভিধানিক অর্থ সম্মানিত। পবিত্র ইসলামের আলোকিত বিশ্বাস ও বিধি বিধানকে আল্লাহর জমিনে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি পর্যন্ত ত্যাগ করেছিলেন, সহ্য করেছেন কত জুলুম নির্যাতন। পশ্চিমাকাশের মহররম চাঁদ ত্যাগ ও আদর্শের সেই বার্তায় স্মরণ করিয়ে দেয় প্রতিটি মুমিনের হৃদয় অনুভবে। অধিকন্তু পবিত্র এ মাস আলোকিত হয়েছে রাসুল সা. এর বরকতপূর্ণ- সিয়াম সাধনায়।

হযরত আবু হুরায়রা রাযি. বর্ণনা করেন রাসূল সা. ইরশাদ করেছেন- রমজানের পর সর্বাধিক ফযিলতপূর্ণ রোজা হল আল্লাহর মাস মহররমের। হাদিসে বর্ণিত মহররমের রোজাটি মূলত দশই মহররম তথা আশুরার রোজা। মহররমের মর্যাদা ও বরকতের উৎসও এ রোযাটিই।

হযরত আবু কাতাদাহ রাযি. এর বর্ণনায় আছে আশুরার রোজা সম্পর্কে রাসূল সা. কে জিজ্ঞেসা করা হলে তিনি বলেন- আশুরার রোজা বিগত বছরের পাপসমূহ মোচন করে দেয়।

আশুরার রোজা সব নবীর আমলেই ছিল। নবী করিম সা. মক্কায় থাকতেও আশুরার রোজা পালন করতেন। হিজরতের পর মদিনায় এসে নবীজি সা. দেখতে পেলেন, ইহুদিরাও এই দিনে রোজা রাখছে। রাসূল সা. তাদের এই দিনে রোজা রাখার কারণ জানতে চাইলেন। জানতে পারলেন— এদিনে মুসা আ. সিনাই পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তাওরাত কিতাব লাভ করেন। এই দিনেই তিনি বনি ইসরাইলদের ফেরাউনের জেলখানা থেকে উদ্ধার করেন এবং তাদের নিয়ে লোহিত সাগর অতিক্রম করেন। আর ফেরাউন সেই সাগরে ডুবে মারা যান। তাই কৃতজ্ঞতা প্রকাশের জন্য ইহুদিরা এই দিন রোজা রাখে।

মহানবী সা. বললেন, মুসা আ.-এর সঙ্গে আমাদের সম্পর্ক তাদের চেয়ে বেশি ঘনিষ্ঠ ও অগ্রগণ্য। এরপর তিনি ১০ মহররমের সঙ্গে ৯ মহররম অথবা ১১ মহররম মিলিয়ে ২টি রোজা রাখতে বললেন। কারণ, ইহুদিদের সঙ্গে মুসলমানদের যেন সাদৃশ্য না হয়। দ্বিতীয় হিজরিতে রমজান মাসের রোজা ফরজ করা হলে আশুরার রোজা নফল হয়ে যায়। তবে রমজানের রোজা রাখার পর আশুরার রোজা সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। এ মাসের নফল রোজা ও অন্যান্য ইবাদত রমজান মাস ব্যতীত অন্য যেকোনো মাস অপেক্ষা অধিক উত্তম। (মুসলিম ও আবু দাউদ)।

আশুরায় দুটি রোজা রাখা সুন্নত। রোজা রাখার পদ্ধতি হল মহররমের নয় ও দশ তারিখ কিংবা দশ ও এগার তারিখ।

হজরত কাতাদা রা. হতে বর্ণিত রাসুলে আকরাম সা. বলেন, ‘আশুরার রোজার ব্যাপারে আমি আশাবাদী, আল্লাহ তাআলা এর অছিলায় অতীতের এক বছরের গুনাহ মাফ করে দেবেন।’ (তিরমিজি ও মুসনাদে আহমাদ)।

আল্লাহ তায়ালা আমাদের এ আমল করার তাওফিক দান করুন। আমিন।

লেখক: শিক্ষার্থী জামিয়াতুন নূর আল কাসেমীয়া উত্তরা, ঢাকা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ