মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী এবং ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী ফেরত আসা অব্যহত রয়েছে।

রোববার (১৫ আগস্ট) সকাল থেকেই দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. সেকেন্দার আলী এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, আজ (রোববার) জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। অপরদিকে আজ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। তাই ভারতীয় রফতানিকারকরা কোনো পণ্য রফতানি বা আমদানি না করার ঘোষণা দেওয়ায় বন্দরের আমদানি-রফতানিসহ ভেতরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে আগামীকাল সোমবার (১৬ আগস্ট) সকাল থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলেও জানিয়েছেন আব্দুল আজিজ।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. সেকেন্দার আলী জানান, জাতীয় শোক দিবসের কারণে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের অভ্যন্তরে আটকে পড়া যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ