জাকির উসমান।।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
টিনের ঘরের চালে
বৃষ্টি পড়ে ঝামুর ঝুমুর
কদম কেয়ার ডালে।
বৃষ্টি পড়ে রাস্তা ঘাটে
বৃষ্টি খালে বিলে
বৃষ্টি পড়ে সবুজ মাঠে
এবং নদী ঝিলে।
বৃষ্টি পড়ে পাখির নীড়ে
বৃষ্টি গাছের পাতায়
বৃষ্টি পড়ে বুড়ো দাদুর
কালো রঙের ছাতায়।
বৃষ্টি পড়ে ডিঙি নায়ে
বৃষ্টি মাঝির বৈঠায়
বৃষ্টির ছড়া পড়ে খোকা
হাতের খোলা বইটায়।
-এএ