শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

৬৬% ছাড়ে সুলতানসের অনলাইন ভিডিও এডিটিং কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের প্রকোপে কাজ হারানো মানুষকে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে অনলাইন ভিডিও এডিটিং কোর্সের আয়োজন করছে সুলতানস। লকডাউনে স্কুল-মাদরাসা-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় যারা বিকল্প কাজ ও ইনকাম খুঁজছেন, তাদের জন্যই সুলতানসের এ আয়োজন।

প্রতি মাসে মাত্র ২০০০/- টাকা করে প্রদানের সুযোগে ২৪,০০০/- হাজার টাকার কোর্সটি ৬৬% কমিশনে মাত্র ৮০০০/- টাকায় সম্পন্ন করতে পারবেন যেকেউ। এছাড়াও বিশেষ ব্যক্তিদের প্রোমোকোড ব্যবহার করে রেজিস্টেশন করলে ৬৬%-এর পরেও পাচ্ছেন বিশেষ ছাড়!

ভিডিও এডিটিং কোর্সটিতে যা শিখানো হবে— প্রিমিয়ার প্রোতে প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের A to Z। ভিডিও এডিটিংয়ের ১০০+ শর্টকার্ট কি (key) সিক্রেট। এক, দুই বা তার অধিক ক্যামেরার প্রোগ্রাম এডিটিং। ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং জমজ ক্যারেক্টার তৈরি। অডিও এডিটিং ও মিক্সিংয়ের A to Z। প্রিমিয়ার প্রোর মাধ্যমে ইফেক্টস এবং লোয়ারথার্ড তৈরি। ২৫টির বেশী বিষয়ের ৪০টি ক্লাসে প্রফেশনাল ভিডিও এডিটিংয়ে দক্ষতা অর্জনের সুবিধা। এছাড়া কোর্সে শেষে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্সি করে আয়ের পদ্ধতিবিষয়ক বিশেষ ক্লাসের ব্যবস্থা রয়েছে।

প্রতি সাপ্তাহে ২ দিন করে মোট ৪০টি অনলাইন ক্লাসের মাধ্যমে মাত্র ৪ মাসে কোর্স সম্পন্ন করানো হবে। কোর্স শেষে সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন কোম্পানীতে ইন্টারনি করার সুবিধা তো থাকছেই। কোর্সে অংশগ্রহণ করতে ৩০ আগস্টের মধ্যে নাম-ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র পাঠিয়ে রেজিস্টেশন কনফার্ম করতে হবে। রেজিস্টেশন করতে কল করুন— 01810011158 নম্বরে অথবা ইমেইল করুন— [email protected] ঠিকানায়।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ