মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বিকাশের পক্ষ হতে আসা টাকার শরয়ি বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি নাজমুল হুদা নুমানী।।

শরিয়তে বিকাশের মাকাম হল "আজিরে মুরাসিল" পণ্য পরিবহনকারী শ্রমিক: বিকাশে বেশি বেশি লেনদেন করলে একটা পর্যায়ে বিকাশ আপনার একাউন্টে যে টাকা পাঠায় তা সুদ নয়,তা ব্যবহার সম্পুর্ণ বৈধ।

বিকাশ আপনাকে যে টাকা পাঠায় তা মুলত পাইকারী লেনদেনের ন্যায় তাদের সাথে বেশি লেনদেন করায় তারা খুশি হয়ে আপনার থেকে সার্ভিস চার্জ কম রাখার নাম,বাজারে পণ্য খুচরা কিনলে বেশি দাম।

পাইকারি কিনলে কম দাম,স্হায়ী ক্রেতা হলে কম দাম,এসবই বৈধ,তেমনই বিকাশ হল টাকা নামক পণ্য সার্ভিসদাতা,তাই তার একটা সার্ভিস চার্জ আছে,সবার থেকে সমান চার্জ গ্রহণ করে,পরবর্তীতে বেশি লেনদেনকারীকে কিছু টাকা পাঠায়,সেটা মুলত আপনার থেকে গ্রহণ করা সার্ভিস চার্জের টাকা।

আপনার একান্টের জমা রাখা আমানতের মুল টাকা হতে নয়,এভাবে বিকাশ আপনার থেকে সার্ভিস চার্জ একটু কমিয়ে রাখল পাইকারী ক্রেতার মত বেশি বেশি লেনদেন করার কারণে, কারণ আপনি যত বেশি লেনদেন করবেন বিকাশ তার সেবার মুল্য স্বরুপ তত বেশি সার্ভিস চার্জ পাবে,আর সেই সার্ভিস চার্জ হতে আপনাকে সন্মান স্বরুপ কিছু পাঠায়,যা মুলত চার্জ কমিয়ে রাখার নাম,ইহা সম্পুর্ণ বৈধ।

শরিয়তে বিকাশের মাকাম হল "আজিরে মুরাসিল" পণ্য পরিবহনকারী শ্রমিক,সে তার শ্রমের মুল্য বেশি লেনদেনকারী হতে আগে বা পরে এক সাথে বা পৃথকভাবে কম করে নেয়ার পুর্ণ অধিকার রাখে,আপনাকে ফেরত পাঠানোর মাধ্যমে পুর্ববর্তী সার্ভিস চার্জ একসাথে কম করে রাখল,যা তার নিজের অধিকার, আপনাকে উৎসাহমুলক বা সন্মান করে আপনার ক্ষেত্রে কমিয়ে রাখল,এটা কোন ইন্টারেস্ট লাভ নয়।

লেখক: প্রতিষ্ঠাতা প্রন্সিপাল ও প্রধান মুফতি:মারকাযুল ফিকহ আল ইসলামী বাংলাদেশ,ঢাকা

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ