শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


ভারতের আসাম, মিজোরামে সীমান্ত বিরোধ: ভ্রমণে সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দুই রাজ্যের সীমান্তে সংঘর্ষে ছয় পুলিশ নিহত হওয়ার পর নিজেদের জনগণকে মিজোরাম ভ্রমণে যেতে সতর্কতা জারি করেছে আসাম সরকার। মিজোরামে আসামের লোকজনের ওপর হামলা হতে পারে এ আশঙ্কা থেকে গত বৃহস্পতিবার এ নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, মিজো সুশীল সমাজ, শিক্ষার্থী ও তরুণদের সংগঠনগুলো ক্রমাগত আসাম সরকার ও রাজ্যবাসীর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। সামগ্রিক বিবেচনায় বর্তমান পরিস্থিতিতে আসামের জনগণের মিজোরাম ভ্রমণ নিরাপদ নয়। মিজোরাম ভ্রমণ ছাড়াও যারা বিভিন্ন কাজের জন্য ইতোমধ্যে মিজোরামে রয়েছেন, তাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। খবর এনডিটিভির

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে সফল বৈঠকের দু’দিনের মাথায় এমন ঘটনা ঘটায় বিস্ময় প্রকাশ করে মিজোরাম রাজ্য কর্তৃপক্ষ বলছে, আসামের পুলিশ এই সহিংসতা চালিয়েছে সেটা প্রমাণিত।

রাজ্যটির মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা দাবি করেন, ‘আমার কাছে প্রমাণ আছে প্রথম গুলি আসামের পুলিশ চালিয়েছে।’

আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাকে ভালো একজন বন্ধু দাবি করে জোরামথাঙ্গা বলেন, ‘বিষয়টি নিয়ে হেমন্তের সঙ্গে আমার কথা হয়েছে। আমার মনে হয়, কেউ আসাম সরকারকে ভুল বোঝাচ্ছে।’

সীমান্ত নিয়ে বিরোধের সূত্র ধরে গত সোমবার দুই রাজ্যের পুলিশের সংঘর্ষে আসাম পুলিশের ছয় সদস্য নিহত হন। ওই ঘটনায় আরও ৪৫ জন আহত হন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ