জুলফিকার জাহিদ।।
এক পাবজি পাগল স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় তিনি অভিযোগ করেছেন, পাবজি খেলার সময় স্বামী তাকে মারধর করেছেন। এতে তিনি শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্বামীর কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন পাবজি পাগল এই স্ত্রী।
পরিসংখ্যান অনুযায়ী বিশ্বব্যাপী পাবজি খেলেন ৭৫ কোটির বেশি মানুষ। এই ৭৫ কোটি মানুষের মধ্যে আরব দুনিয়ার নারী-পুরুষরাও অন্তর্ভুক্ত।
পাবজি গেম-এর কারণে শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়েছেন। আবার অনেকেই নানামূখী সমস্যার সম্মুখীন হয়েছেন। এমনই একটি ঘটনা আরব সংবাদ মাধ্যম আখবার টুয়েন্টি ফোর-এর খবরে তুলে ধরা হয়েছে, যেখানে এক স্ত্রী পাবজির কারণে তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন।
পাবজি খেলার কারণে স্বামীর মারধরের শিকার স্ত্রীর মামলার খবরটি মূলত কোন দেশের সে দেশের নাম উল্লেখ করা হয়নি আরব সংবাদ মাধ্যম আখবার টুয়েন্টি ফোর-এর খবরে।
খবরে বলা হয়েছে, ঘটনাটি ঈদুল আজহার আগের দিন ঘটেছে।
‘বাসায় মেহমান এসেছিল, তাই স্বামী স্ত্রীকে মেহমানদের জন্য কেহওয়া বানাতে বলেছিলেন, কিন্তু পাপজির নেশায় মত্ত স্ত্রী কেহওয়া বানাতে ভুলে গিয়েছিলেন। মেহমানদারীতে অবহেলা ও পাবজিতে ডুবে থাকায় স্বামী স্ত্রীকে মারধর করেন, কিন্তু পরবর্তীতে বেচারা নিজেই ফেঁসে গেলেন’।
এরপর স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন, অভিযোগে তিনি দাবি করেন তিনি শারীরিক ও মানসিক ভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমানে স্বামীর কাছ থেকে তিনি ক্ষতিপূরণ দাবি করেছেন।
অভিযোগে তিনি আরো বলেছেন, আমার স্বামী আমাকে পাবজি খেলার কারণে মারধর করেছেন; অথচ আমি ঘরের সব কাজ দায়িত্বশীলতার সাথেই করে থাকি।
সূত্র: উর্দু নিউজ, এআরওয়াই ডিজিটাল।
এনটি