শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


গোপনে ইরান সফর করায় নিজ দেশে আটক ইসরায়েলি নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের এক ইহুদি নাগরিককে গোপনে ইরান সফরের অভিযোগে আটক করেছে তেলআবিবের পুলিশ ও গোয়েন্দা শাখার লোকজন। আটক ব্যক্তি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন বলে জানা যায়। খবর দ্যা হারেৎজের।

ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, গত মাসে তাকে পুলিশ হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে এখন ইসরায়েলের পুলিশ ও অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা শিন বেথ তদন্ত চালাচ্ছে।

গত ৯ জুন শুনানির সময় ইসরায়েলের একটি আদালত আটক ব্যক্তিকে পুলিশ হেফাজত থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। তার মামলায এখন রাষ্ট্রীয় আইনজীবীর দপ্তরে রয়েছে, যাতে তাকে দোষী সাব্যস্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, মামলার বিস্তারিত যেন প্রকাশ না হয়, সে জন্য সরকারি কৌঁসুলির দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

সন্দেহভাজনে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তবে দৈনিক হারেৎজ জানিয়েছে, তিনি ইরান সফরের সময় দেশটির গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ কারণে তার বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগ আনা হতে পারে।

আটক ব্যক্তির আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল একজন ছাত্র এবং তিনি পর্যটক হিসেবে ইরান সফর করেছেন। বিষয়টি তিনি তার পরিবার এবং বন্ধুদের কাছে কখনও গোপন করেননি। তিনি একজন সাধারণ তরুণ নাগরিক।

ইরান দখলদার ইসরাইলকে অবৈধ রাষ্ট্র মনে করে। সে জন্য কোনো ইসরাইলি নাগরিককে তেলআবিব ইরান সফরের অনুমতি দেয় না।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ