শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্র ভুল পথে হাঁটছে: ফাউসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্র ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও প্রেসিডেন্ট বাইডেনের চিকিৎসা উপদেষ্টা ডা. অ্যান্থনি ফাউসি। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রে মাস্ক পরার বিধিনিষেধ শিথিলের সময় এখনো আসেনি জানিয়ে ডা. অ্যান্থনি ফাউসি বলেন, সরকারের উচিত গণটিকাদান কর্মসূচিকে আরও গতিশীল করা।

গণটিকাদান কর্মসূচিতে কিছুটা ঢিলেমি লক্ষ্য করা যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, দেশের ৪৯ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ টিকার আওতায় এসেছে। আর এটা নিয়েই আমরা আত্মতৃপ্তি বোধ করছি। যদি এমনটা হয়ে থাকে তাহলে বলবো, কোভিড-১৯ মোকাবিলায় আমরা ভুল পথে হাঁটছি।

ভাইরাসটি এখনো নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে এটি টিকা না নেওয়া লোকদের মাঝে বেশি ছড়াচ্ছে। তাই করোনা মোকাবিলা করতে হলে টিকাদানের গতি বাড়াতে হবে এবং অধিকাংশ মানুষকে এর আওতায় আনা ছাড়া কোনো বিকল্প নেই, যোগ করেন এই সংক্রামক বিশেষজ্ঞ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ