মুহাম্মাদ মুযযাম্মিল হক উমায়ের।। আফলাতুন এর কথা৷ তিনি অনেক বড় চিকিৎস ছিলেন৷ সেই যুগের জ্ঞানীদের শীর্ষস্থানীয় একজন মহান ব্যক্তি ছিলেন৷ ছিলেন অনেক বড় দার্শনিক৷
তার লেখিত বই-পুস্তক থেকে পুরো পৃথিবী উপকৃত হচ্ছে যুগ যুগ ধরে৷ বলা হয় তিনি হযরত মূসা আলাইহিস সালামের যুগের মানুষ ছিলেন৷ তিনি জঙ্গলে একটি ঝুঁপড়িতে বসবাস করতেন৷ মানুষের সাথে তেমন ওঠাবসা করতেন না৷
তার সাথে দেখা করতে হলে আগে থেকে অনুমতি নিতে হত৷ সে আল্লাহ তাআলাকে মানত৷ তবে নবীকে মানত না৷ একবার তার হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাত হয়৷ হযরত মূসা আলাইহিস সালাম তাঁকে বলেন, আমি আল্লাহ তাআলার নবী৷ আমার উপর ঈমান নিয়ে আসো৷
আফলাতুন বলল আমার একটি প্রশ্ন আছে৷ হযরত মূসা আলাইহিস সালাম বলেন, কী প্রশ্ন৷ সে বলল, মনে করেন আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে তীর মারতেছেন৷ বান্দাদণ এখন বিপদে পড়েছে৷ এই মূহুর্তে বান্দাগণ এই মসিবত থেকে কীভাবে রক্ষা পাবে?
হযরত মূসা আলাইহিস সালাম বিলম্ব ছাড়া সাথে সাথেই উত্তরে বলেন, বান্দাগণ তীর নিক্ষেপকারীর কোলে ওঠে যাবে৷ এতে বান্দাগণ এই বিপদ থেকে বেঁচে যাবে৷ কারণ তীর তো সামনের দিকে যাবে আর বান্দাগণ তো আল্লাহ তাআলার কোলে থাকবে৷
এখানে কোলে ওঠার দ্বারা উদ্দেশ্য হল, যদি বান্দাগণ আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়, তাঁর প্রিয় হয়ে যায়, তাহলে তীর কখনোই বান্দাকে বিপদে ফেলতে পারবে না৷ আর যে বান্দা আল্লাহ তাআলা থেকে দূরে থাকবে, তাকেই তীর গ্রাস করবে৷ সুতরাং মসিবত থেকে বাঁচার একমাত্র উপাঞ হল আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাওয়া৷ যে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, তাঁকে মসিবত কখনো গ্রাস করতে পারে না৷ আল্লাহ তাআলা আমাদেরকে তাঁর প্রিয় বানিয়ে নিন৷ আমীন৷
-এটি