মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

মসিবত থেকে বাঁচার সহজ উপায় বলে দিলেন মুসা আ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ মুযযাম্মিল হক উমায়ের।। আফলাতুন এর কথা৷ তিনি অনেক বড় চিকিৎস ছিলেন৷ সেই যুগের জ্ঞানীদের শীর্ষস্থানীয় একজন মহান ব্যক্তি ছিলেন৷ ছিলেন অনেক বড় দার্শনিক৷

তার লেখিত বই-পুস্তক থেকে পুরো পৃথিবী উপকৃত হচ্ছে যুগ যুগ ধরে৷ বলা হয় তিনি হযরত মূসা আলাইহিস সালামের যুগের মানুষ ছিলেন৷ তিনি জঙ্গলে একটি ঝুঁপড়িতে বসবাস করতেন৷ মানুষের সাথে তেমন ওঠাবসা করতেন না৷

তার সাথে দেখা করতে হলে আগে থেকে অনুমতি নিতে হত৷ সে আল্লাহ তাআলাকে মানত৷ তবে নবীকে মানত না৷ একবার তার হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাত হয়৷ হযরত মূসা আলাইহিস সালাম তাঁকে বলেন, আমি আল্লাহ তাআলার নবী৷ আমার উপর ঈমান নিয়ে আসো৷

আফলাতুন বলল আমার একটি প্রশ্ন আছে৷ হযরত মূসা আলাইহিস সালাম বলেন, কী প্রশ্ন৷ সে বলল, মনে করেন আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে তীর মারতেছেন৷ বান্দাদণ এখন বিপদে পড়েছে৷ এই মূহুর্তে বান্দাগণ এই মসিবত থেকে কীভাবে রক্ষা পাবে?

হযরত মূসা আলাইহিস সালাম বিলম্ব ছাড়া সাথে সাথেই উত্তরে বলেন, বান্দাগণ তীর নিক্ষেপকারীর কোলে ওঠে যাবে৷ এতে বান্দাগণ এই বিপদ থেকে বেঁচে যাবে৷ কারণ তীর তো সামনের দিকে যাবে আর বান্দাগণ তো আল্লাহ তাআলার কোলে থাকবে৷

এখানে কোলে ওঠার দ্বারা উদ্দেশ্য হল, যদি বান্দাগণ আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়, তাঁর প্রিয় হয়ে যায়, তাহলে তীর কখনোই বান্দাকে বিপদে ফেলতে পারবে না৷ আর যে বান্দা আল্লাহ তাআলা থেকে দূরে থাকবে, তাকেই তীর গ্রাস করবে৷ সুতরাং মসিবত থেকে বাঁচার একমাত্র উপাঞ হল আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাওয়া৷ যে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, তাঁকে মসিবত কখনো গ্রাস করতে পারে না৷ আল্লাহ তাআলা আমাদেরকে তাঁর প্রিয় বানিয়ে নিন৷ আমীন৷

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ