আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমতীরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বিরোধী বিক্ষোভ মিছিল থেকে ফরিদ আল-আতরাশ নামে এক মানবাধিকার আইনজীবীকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।
রোববার পশ্চিমতীরে বিক্ষোভে অংশ নেয়ার পর ওই আইনজীবীকে গ্রেফতার করা হয় বলে তার সংগঠন দি ইন্ডিপেন্ডেন্ট কমিশন ফর হিউম্যান রাইটসের (আইসিএইচআর) পক্ষ থেকে জানানো হয়েছে।
আইসিএইচআর এক বিবৃতিতে জানায়, রোববার সকালে আইনজীবী ফরিদ আল-আতরাশকে জেরুজালেমের পশ্চিমে একটি চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয়।
পশ্চিমতীরের রামাল্লাহ শহরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) বিরুদ্ধে বিক্ষোভ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। আইসিএইচআর জানায়, গ্রেফতারের পর আতরাশকে হাসপাতালে পাঠানো হয়েছে। আতারশের দ্রুত মুক্তি দাবি জানিয়েছে সংগঠনটি।
আতারশের বন্ধু এবং মানবাধিকারকর্মী ইসা আমরো বলেন, হাসপাতাল থেকে ঘণ্টাখানেক পরই আতরাশকে নিয়ে আসে ইসরায়েলি কর্তৃপক্ষ। তাকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কেন তাকে হাসপাতালে নেয়া হয়েছিল তা জানা যায়নি। সূত্র: আল জাজিরা।
-এএ