শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

টিকার অগ্রাধিকারে কৃষক-শ্রমিক-আইনজীবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী সপ্তাহ থেকেই সারা দেশে শুরু হচ্ছে গণটিকা। ১২টি সিটি করপোরেশন এলাকায় মডার্না আর জেলা-উপজেলায় দেয়া হবে সিনোফার্মের টিকা। টিকা নেয়ার অগ্রাধিকায় তালিকায় যুক্ত হচ্ছেন কৃষক, শ্রমিক ও আইনজীবীরা। এদিকে, টিকা নেয়ার বয়সসীমা ৪০ থেকে কমিয়ে ৩৫ বছর করা হয়েছে।

মহখালীর ইপিআই স্টোর। কোভ্যাক্স থেকে পাওয়া ২৫ লাখ মডার্নার টিকা আর ২০ লাখ সিনোফার্মের টিকা রাখা হয়েছে এখানে। দুই থেকে আট ডিগ্রিতে সিনোফার্ম আর মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছে মডার্নার টিকা।

স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী শুধু সিটি করপোরেশন এলাকায় দেয়া হবে মডার্নার টিকা। ওই এলাকার মেডিকেল কলেজ, সরকারি হাসপাতাল ও সিটি করপোরেশনের নির্দিষ্ট টিকাকেন্দ্র থেকে নেয়া যাবে টিকা।

আর চীনের সিনোফার্মের টিকা দেয়া হবে জেলা ও উপজেলায়। সবার টিকা নিশ্চিতে গ্রামে করা হবে অস্থায়ী টিকা ক্যাম্প। এসব তথ্য জানান, টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

ডা. শামসুল হক আরো জানান, কমানো হলো টিকা নেয়ার বয়সসীমা। ৩৫ বছরের বেশি যে কেউ সুরক্ষা অ্যাপ বা ওয়েবসাইটে নিবন্ধন করে নিতে পারবেন টিকা। তবে প্রাধান্য পাবেন বয়স্করা। এবার টিকার অগ্রাধিকা তালিকায় যুক্ত হচ্ছেন কৃষক, শ্রমিক ও আইনজীবীরা। আইনজীবীদের মধ্যে আপাতত টিকা পাবেন, শুধু বারের সদস্যরাই।

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ বাড়ায় তাদেরকেও টিকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে, আপাতত টিকা পাবেন ৫৫ বছরের বেশি বয়সীরা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ