শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

আল্লাহর দেয়া যে নেয়ামতগুলোর অনুভূতি মানুষের মাঝে নেই: আল্লামা থানবী রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ মুযযাম্মিল হক উমায়ের

হারদুঈ হযরত আল্লামা আবরারুল হক হক্কী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, যে সময় হযরত থানবী রাহিমাহুল্লাহু তাআলা চিকিৎসার জন্যে লাখনৌ অবস্থান করছিলেন, তখন আমার খুজলি-পাঁচড়া হওয়ায় ছুটি নিয়েছিলাম৷ কিন্তু আমি হারদুঈ না এসে লাখনৌ চলে যাই৷

আমার পিতাও গিয়েছিলেন৷ ঐসময়ে একজন যুবক৷ যার বয়স চল্লিশ হবে৷ হযরত থানবী রাহিমাহুল্লাহু তাআলার কাছে কিছু বিষয় জানার অনুমতি চাইলো৷ তখন থানবী রাহিমাহুল্লাহু তাআলার বয়স ছিলো আশি বছর৷ হযরত থানবী রাহিমাহুল্লাহু তাআলা বললেন, ঠিক আছে প্রশ্ন করো৷ যদি উত্তর জানা থাকে, তাহলে বলবো৷ অন্যথায় যে পারবে এমন বড়ো কারো ঠিকানা বলে দিবো৷ তখন যুবক বললো- খানা খাওয়ার শেষের যে দুআটি, أَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ أَطْعَمَنَا وَ سَقَانَا وَ جَعَلَنَا مِنَ الْمُسْلِمِيْنَ - প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে খাওয়ালেন৷ পান করালেন৷ এবং আমাদেরকে মুসলমান বানালেন৷

এই দুআর প্রথম দুইটি অংশ أَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ أَطْعَمَنَا وَ سَقَانَا তো খাবার বিষয়ের সাথে মিল আছে বুঝা যায়৷ কিন্তু দুআর শেষ অংশটি
وَ جَعَلَنَا مِنَ الْمُسْلِمِيْن তো খাবারের আলোচ্য বিষয়ের সাথে মিল আছে বুঝা যায় না৷ হযরত থানবী রাহিমাহুল্লাহু তাআলা যুবকের এমন অসাধারণ প্রশ্ন শুনে খুশি হয়ে বললেন- এমন প্রশ্ন তো আলেমদের থেকে হওয়া উচিত ছিলো৷ অনেক চমৎকার প্রশ্ন৷

হযরত থানবী রাহিমাহুল্লাহু তাআলা যুবকের প্রশ্নের উত্তরে বললেন- নিয়ামতসমূহ দুই প্রকার৷ এমন নিয়ামত যা সর্বদাই থাকে৷ যেমন ঈমান ও ইসলাম দুটি নিয়ামত৷ এই দুটি নিয়ামত এমন, যা মানুষের সাথে সর্বদাই থাকে৷

এমন নিয়ামত যার মধ্যে বিচ্ছিন্নতা আসে৷ যেমন খাওয়া ও পান করা দুটি নিয়ামত৷ এই দুটি নিয়ামত এমন, যা মানুষের সাথে সর্বদাই থাকে না৷ বরং প্রয়োজনবশত মানুষ এসব নিয়ামত দ্বারা উপকৃত হয়৷

তারপর বললেন, মানুষের অবস্থা হলো- যে সমস্ত নিয়ামত সর্বদাই থাকে- সেই নিয়ামতের অনুভূতি মানুষের মধ্যে থাকে না৷ অনেক সময় মানুষ সেসব নিয়ামতের কথাই ভুলে যায়৷ এই কারণে মানুষ এসব নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের প্রতি খেয়ালও করেনা৷ সুস্থ ও নিরাপদে আছে মনে করে কৃতজ্ঞতাস্বরুপ আজ শুকরিয়া আদায় করেছে, এমন কয়জন পাওয়া যাবে?

কিন্তু খানাপিনার নিয়ামতের বিষয়টি ভিন্ন৷ এগুলো সময়ে সময়ে আসার কারণে নিয়ামতের বিষয়টি মাথায় থাকে এবং সেজন্যে মানুষ শুকরিয়াও আদায় করে ৷

সুতরাং যে নিয়ামতগুলো সময়ে সময়ে আসে, সেগুলোর শুকরিয়া আদায়ের সাথে সাথে এমন নিয়ামতেরও শুকরিয়া আদায় করার বিষয়টি আল্লাহ তাআলা যুক্ত করে দিয়েছেন, যে নিয়ামতগুলো স্থায়ী৷ যাতে এসব নিয়ামতের অনুভূতিও মানুষের অন্তরে থাকে এবং এগুলোরও কৃতজ্ঞতা আদায় হয়ে যায়৷ যেমন খানার শেষের দুআতে যুক্ত করে দেয়া হয়েছে এভাবে যে, হে আল্লাহ তাআলা! আপনি আমাদেরকে খানা খাওয়ালেন৷ পান করালেন৷ এবং ঈমানের নিয়ামত দ্বারাও মর্যাদাশীল করেছেন৷

এই কারণেই খানার শেষের দুআর সাথে وَ جَعَلَنَا مِنَ الْمُسْلِمِيْنَ অংশটি মিলিয়ে দেয়া হয়েছে৷ যাতেকরে মানুষ স্থায়ী নিয়ামত ঈমান ও ইসলামকে ভুলে না যায়৷ বরং এগুলোরও শোকরিয়া আদায় করে৷

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ