আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেন রানা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৩ জুলাই) রাত নয়টার দিকে মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লোহার গেট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মোহাম্মদপুর থানার পুলিশের উপ- পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং লোহার গেট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়।
পরে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পরপরই ঘাতক ট্রাকটিক জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে। তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়। বর্তমানে আদাবর সুনিবিড় হাউজিং এলাকায় থাকতেন। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
এদিকে কাওরান বাজারের কাঁঠালবাগান ঢালের পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের সামনে ব্যাটারি চালিত একটি ভ্যান উল্টে গিয়ে আব্দুল আজিজ (৩৩) নামের এক তরকারি ব্যবসায়ী নিহত হয়েছেন।
এই ঘটনায় সাইফুল ইসলাম নামের (৩০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (৩ জুলাই) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
আহত সাইফুল ইসলাম জানান, আমরা দুজন ব্যাটারি চালিত একটি ভ্যান রিক্সায় যাওয়ার সময় কাওরান বাজারের কাঁঠালবাগান ঢাল এলাকার পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের সামনে আসা মাত্রই ভ্যানটি উল্টে যায়। ওই সময় ওই ভ্যানের নিচে চাপা পড়ে আব্দুল আজিজ ও আমি আহত হই। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় আমাদের দুজনকে ঢামেকে নিয়ে এলে আব্দুল আজিজ মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কাওরান বাজার থেকে এমন একটি ঘটনা এসেছে। এই ঘটনায় আব্দুল আজিজ নামের একজন নিহত হয়েছে। সাইফুল নামের একজন আহত হয়েছে আহত চিকিৎসাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
-কেএল