আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরস্থ আরবি ভাষা বিষয়ক বিশেষায়িত মাদরাসা ‘মারকাযুল লুগাতিল আরাবিয়া’র উদ্যোগে অনলাইনে আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
আগামী ২৬ জুন-৩০ জুন প্রতিদিন দুপুর ২:৩০ থেকে ৪: ৩০ পর্যন্ত চলবে কোর্সটি।
যাদের জন্য এই প্রশিক্ষণ:
১। নবীন শিক্ষক
২। বিভিন্ন মাদরাসা ও অনলাইন একাডেমির আরবি ভাষা শিক্ষক
৩। যারা অন্যান্য বিষয়ের সাথে আরবি মাদ্দাহ পড়ান
প্রশিক্ষণে যা যা থাকছে :
১। শিক্ষকের মর্যাদা ও ফজিলত
২। শিক্ষক প্রশিক্ষণের প্রয়ােজনীয়তা
৩। বিদেশী ভাষা শিক্ষাদানে লক্ষণীয়
৪। আরবি ভাষা শিক্ষাদান পদ্ধতি ও কলাকৌশল
৫। ভাষা শিক্ষাদানে মৌলিক দিকনির্দেশনা
৬। ভাষা শিক্ষাদানে বিভিন্ন সমস্যার সমাধান
৭। দরস পরিচালনা ও ক্লাশরুম নিয়ন্ত্রণ পদ্ধতি
৮। সফল শিক্ষকের গুণাবলী ও বৈশিষ্ট্য।
প্রশিক্ষণ করাবেন: মহিউদ্দীন ফারুকী প্রতিষ্ঠাতা পরিচালক ; মারকাযুল লুগাসিল আরাবিয়্যাহ বাংলদেশ।
কোর্স ফি: ৫০০ টাকা (খরচসহ)
যােগাযােগ নাম্বার: ০১৭৩৬২১১২৫২, ০১৬১২২০৪৫১৬
বিকাশ করার পূর্বে যােগাযােগ করে ইনবক্সে আপনার নাম, ঠিকানা এবং প্রতিষ্ঠানের নাম লিখুন অনুমতি নিয়ে তাসজিল (রেজিষ্টেশন) সম্পন্ন করুন। (০১৭৩৬২১১২৭৫৫-বিকাশ পারসােন্যাল)
এনটি