আওয়ার ইসলাম ডেস্ক: অলসতা মানে কর্মবিমুখতা। নিষ্ক্রিয়, কর্মবিমুখ, মন্থর, উদাস কিংবা উদ্যমহীন ব্যক্তিকে অলস বলা হয়। আলসেমি নিজের ও সমাজের অবক্ষয় ডেকে আনে। অলসতা ব্যক্তি ও জাতির উন্নতির অন্তরায়।
রাসূল সা. উম্মতকে বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করেছেন। যা তার হাদীসের মাধ্যমে আমাদের সামনে রয়েছে। রাসূল সা. এর দেখানো পথ ও আমলেই রয়েছে দুনিয়া ও আখেরাতের কল্যাণ। আসুন জেনে নেই অলসতা দূর করতে রাসূল সা. কোন দোয়া করতেন।
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি, ওয়াল আজযি ওয়াল কাসালি, ওয়াল জুবনি ওয়াল বুখলি, ওয়া দ্বলাইদ দাইনি, ওয়া গলাবাতির রিজাল।
অর্থ : হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা, পেরেশানি, অক্ষমতা, অলসতা, কাপুরষতা, কৃপণতা, ঋণভার ও মানুষের প্রভাবাধীন হওয়া থেকে।
উপকার: আনাস ইবনে মালিক (রা.) বলেন, রাসুল (সা.) এই দোয়া করতেন। (বুখারি, হাদিস : ৬৩৬৯)
-এএ