শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

স্বাভাবিক জীবনে ফিরে আসুক শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উসমান বিন আব্দুল আলিম।।

১৭ মার্চ ২০২০ থেকে করোনা মহামারিজনিত কারণে সারাদেশের স্কুল-কলেজগুলোর সরাসরি শ্রেণি পাঠদান বন্ধ রয়েছে। ভার্সিটির হলগুলো বন্ধ রয়েছে। যার ফলে শিক্ষার্থীরা যার যার বাড়িতেই অবস্থান করছে। একসঙ্গে অনেকটা সময় বাড়িতে থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন অপকর্ম বা জঘন্য কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। অনেকে আবার বিভিন্ন অসামাজিক কাজ ও পর্নোগ্রাফিতেও আসক্ত হয়ে যাচ্ছে। যার ফলে শিক্ষার্থীদের চলাচল ও চরিত্রে ফাটল ধরেছে। শুধু তাই নয়, করোনায় শিক্ষার্থীরা বইবিমুখ হয়ে পড়েছে অধিকাংশে। আশপাশের ও বিভিন্ন জায়গায় বা মিডিয়া থেকে খোঁজখবর নিয়ে যা দেখা ও শোনা যাচ্ছে তাতে শিক্ষার্থীদের পরিস্থিতি খুবই ভয়াবহ।

উদাহরণ হিসেবে যদি বলি তাহলে আমাদের এলাকার ইন্টার পড়ুয়া এক শিক্ষার্থীকে দেখেছি খেলার সামগ্রী কেনার জন্য নিজ ঘর থেকে দেড় হাজার টাকা চুরি করেছে। আরেক শিক্ষার্থী নেশা করার জন্য একজনের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে। এক বড় ভাই বলেছে যে, তার অনেক ফ্রেন্ড বা পরিচিত শিক্ষার্থী ডিপ্রেশন সইতে না পেরে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। অনেকে আত্মহত্যা করতে গিয়েও ফিরে আসছে। কেউবা আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। কিছুদিন আগে দেখা গেছে যে, এক শিক্ষার্থীকে মোবাইল কিনে দেয়নি দেখে তার বাবা-মার সঙ্গে অভিমান করে ফ্যানের সঙ্গে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব হচ্ছে শিক্ষার্থীরা বাসায় অনেকটা সময় থাকার কারণে। স্টুডেন্টরা একঘেয়ে হয়ে যাচ্ছে, আর যত আজেবাজে চিন্তাভাবনা তাদের মাথায় আসছে। আর সেটাই তারা করছে। এই লকডাউনে আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শিক্ষার্থীরা। কারণ এসব ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা সাধারণত টিউশনি বা টুকটাক কাজ করে পড়াশোনা চালিয়ে যায়। ঢাকার শহরে এ রকম অনেক শিক্ষার্থী রয়েছে যারা টিউশনি বা ছোটখাটো কাজ করে নিজ পড়ার খরচ ও ছোট ভাই-বোনদের পড়ার খরচ চালাত। কিন্তু এই করোনা ভাইরাসের কারণে অভিভাবকরা টিউশনির শিক্ষককে পড়াতে না বলে দিয়েছে। অনেক প্রাইভেট কোম্পানি বন্ধ হয়েছে বিধায় হাজারো শিক্ষার্থী চাকরিচ্যুত হয়েছে।

এর ফলে সেসব শিক্ষার্থী যার যার বাড়িতে এসে বসে আছে অনেকটা মাস ধরে। এদিকে তাদের সামনে ফ্যামিলির আর্থিক সমস্যা, নিজের পড়াশোনা, অনেকটা সময় একজায়গায় থাকা, পকেট খরচ না থাকা সবমিলিয়ে এরা মানসিক ভারসাম্যে ভুগছে। এই ডিপ্রেশনের কারণে বিভিন্নজন বিভিন্ন কাজ বেছে নিচ্ছে। যারা বাবা-মায়ের তদারকিতে আছে তারা ঠিক থাকলেও অনেকেই সঠিক রাস্তা থেকে সরে যাচ্ছে। কেউ নেশা করা শুরু করে দিয়েছে, কেউ খারাপ লোকদের সঙ্গে আড্ডা দিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে, বাসায় অনেকটা সময় থাকার কারণে অনেকে আবার পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাচ্ছে। আবার অনেক শিক্ষার্থী এই ডিপ্রেশনে ভুগছে যে, তাদের পড়াশোনার বয়স শেষ হয়ে যাচ্ছে, সেই অনার্স প্রথম বছরের ছেলেটা তিন বছর হচ্ছে এখনো প্রথম বছরেই রয়ে গেল। কারোর সরকারি চাকরির বয়স চলে যাচ্ছে বিধায় পেরেশানিতে আছে। সবমিলিয়ে শিক্ষার্থীদের এখন নিত্যসঙ্গী হতাশা। যা একজন শিক্ষার্থীর জন্য অনেক অনেক ক্ষতিকর।

অনেক শিক্ষার্থীর ভালো কাজও করতেও দেখা যাচ্ছে, আবার দেখা যায় এই সুযোগ কাজে লাগিয়ে অনেকে নিজ নিজ ধর্মের শিক্ষাও নিয়ে ফেলছে। অনেকে নিজ বাবা-মায়ের সঙ্গে কাজে সহযোগিতা করছে। সুতরাং ফ্যামিলিকে তাদের সন্তানদের নিয়ে ভাবতে হবে। তাদের তদারকি করতে হবে, নজরদারিতে রাখতে হবে। যাতে করে তারা সঠিক রাস্তা রেখে ভুল পথে না যায়। দেশের সরকারকেও শিক্ষার্থীদের নিয়ে ভাবতে হবে, বিশেষজ্ঞদের ভাবতে হবে। কীভাবে কী করলে এসব শিক্ষার্থীর সঠিক পরিচালনা হবে তা নিয়ে ভাবতে হবে। এভাবে মাসকে মাস কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকলে হাজারো শিক্ষার্থী ভুল পথে চলে যাবে। ডিপ্রেশনে বা হতাশায় থেকে থেকে তারা নেশা বা আত্মহত্যার পথ বেছে ওনবে।

এদের নিয়ে ভেবে সুষ্ঠু সমাধানের চেষ্টা করতে হবে। স্কুল, কলেজ ও ভার্সিটিগুলো সচেতনতার সঙ্গে খুলে দেয়া যায় কিনা তা নিয়ে ভাবতে হবে। শিক্ষার্থীরা এভাবে থাকলে শিক্ষাঙ্গন ধ্বংসের মুখে পড়ে যাবে। আর এর প্রভাব আমাদের দেশের ওপর পড়বে। আদর্শ সমাজ গড়তে সঠিক শিক্ষার্থীদের বিকল্প নেই। এখন শিক্ষার্থীরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে সমাজ ও দেশ ধ্বংসের মুখে পড়ে যাবে। তাই এখনই সময় সচেতন হওয়ার, শিক্ষার্থীদের নিয়ে ভাবার। কারণ এর ভয়াবহতা অনেক দূর এগিয়ে যাবে। কাজেই আমাদের দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নেয়ার সময় এখনই। -লেখক ও শিক্ষক

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ