সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত ফেনী সদর উপজেলায় জামায়াতের রুকন সম্মেলন শিক্ষার্থীদের সংঘর্ষ: ইন্ধনদাতাদের সতর্ক করলেন প্রেস সচিব আইফোনে লাইভ ফটো ভিডিওতে রূপান্তর করুন সহজেই

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে হামলা, ৩ পুলিশ সাসপেন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলিধরণের হামলা হয়েছে। বৃহস্পতিবার মেদিনীপুর শহর লাগোয়া পাঁচকুড়িতে এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলিধরণ। এ সময় তার সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। সাক্ষাৎ শেষে ফেরার পর মেদিনীপুরে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনায় ৮ জন তৃণমূলকর্মীকে গ্রেফতার করেছে পশ্চিম মেদিনীপুর পুলিশ। একই সঙ্গে কর্তব্যে গাফিলতির অভিযোগে ৩ জন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মন্ত্রীর গাড়িতে হামলা চালায় তৃণমূলি দুষ্কৃতীরা। পাথর ছুড়ে গাড়ির কাচ ভেঙে ফেলা হয়। আক্রান্ত হন একাধিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও।

এই ঘটনার নিন্দা করে বিজেপির পক্ষ থেকে গৌরব ভাটিয়া বলেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডাগিরি চলতে দেবে না বিজেপি।

এ ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, করোনা পরিস্থিতিতে বাইরে থেকে বিজেপির মন্ত্রীরা এসে দাঙ্গা বাঁধানোর জন্য প্ররোচনা দিচ্ছেন। পরাজয় স্বীকার করতে পারছে না বিজেপি।

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার জানান, কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলার ঘটনায় পাঁচকুড়ি থেকে ৮ জন তৃণমূলকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে কর্তব্যে গাফিলতির অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ