আওয়ার ইসলাম: কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৯০ দশমিক ৪২ শতাংশ। এছাড়া হিফজ ও কেরাত বিভাগের পাসের হার যথাক্রমে ৯২ দশমিক ৮৬ শতাংশ ও ৯৮ দশমিক ৭৩ শতাংশ।
আজ সোমবার বেলা ১২টায় কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সদর দপ্তর টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ থেকে এ ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফল প্রকাশ বিষয়ে মুফতি রুহুল আমীন বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নজির স্থাপন করেছেন। তারা জাতির আশা পূরণ করতে সক্ষম হবেন। যোগ্য আলেম হিসেবে সমাজে ইসলামের সঠিক কথা তুলে ধরবেন এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করবেন বলে আমার একান্ত বিশ্বাস।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমীনসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে মুফতি রুহুল আমীন ঈদের পরে যথাসময়ে মাদরাসার কার্যক্রম শুরু করার অনুমতি দানে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহ্বান জানান।
-এটি