আওয়ার ইসলাম ডেস্ক: অবৈধভাবে পরিচালনার অভিযোগে রাজধানীর ডেমরার তিনটি হাসপাতাল-ক্লিনিককে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ও র্যাব-১০-এর একটি দল এ অভিযান চালায়।
র্যাব-১০ সূত্র জানায়, অভিযানে ডেমরার মাতুয়াইল এলাকার ফ্রেন্ডশিপ স্পেশালাইজড হাসপাতালকে চার লাখ ৫০ হাজার টাকা, দি ঢাকা ইসলামিয়া হাসপাতালকে দুই লাখ টাকা ও মাল্টি কেয়ার নার্সিং হোমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডেমরা ও কদমতলী এলাকায় চিকিৎসাসেবা দেওয়ার নামে প্রতারণা করে আসছিল।
এনটি