মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

মার্কিন সেনা প্রত্যাহারের আগের দিন আফগানিস্তানে বিস্ফোরণ, হতাহত ১২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৩০জন নিহত ও ৯০ জনের বেশি আহত হয়েছে। এ ঘটনাকে আত্মঘাতী হামলা বলে উল্লেখ করেছে আলজাজিরা।

কাবুলের পূর্বে লোগার প্রদেশের রাজধানীতে পুলে এ আলাম জনাকীর্ণ অতিথিশালার সামনে শুক্রবার ইফতারের সময় এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ও জোটবাহিনীর সেনা প্রত্যাহারের একদিন আগে এই হামলার খবর পাওয়া গেল।

আফগান স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র তারিক আরিয়ান আশঙ্কা প্রকাশ করে বলেন, আরও মৃতদেহের তল্লাশি চালানো হচ্ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়বে।

তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে কর্মকর্তারা তালিবানের ওপর হামলার দোষ চাপাতে চেষ্টা করেছেন।

আলজাজিরা জানায়, আফগানিস্তানে এ ধরনের অতিথিশালায় প্রায়শই ভ্রমণকারী ও শিক্ষার্থীদের জন্য সরকার বিনা মূল্যে থাকার ব্যবস্থা করে থাকে। হতাহতদের মধ্যে কিছু শিক্ষার্থী আছে, তারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য এসেছিল। পাশাপাশি অন্য জেলায় যাওয়ার জন্য উড়োজাহাজের অপেক্ষায় থাকা সরকার সমর্থিত মিলিশিয়া সদস্য অবস্থান করছিল অতিথিশালায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, কয়েক ডজন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের কারো কারো অবস্থা গুরুতর।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, আফগানিস্তানে দুই দশকের বিদেশি সেনার উপস্থিতির অবসান ঘটবে সামনের ১১ সেপ্টেম্বরের মধ্যে। এ প্রক্রিয়া শুরু হচ্ছে ১ মে। আগের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া চুক্তি অনুসারে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ১ মে’র মধ্যে সেনা প্রত্যাহার হওয়ার কথা ছিল।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ