আন্তর্জাতিক ডেস্ক: ‘অতি ঝুঁকিপূর্ণ’ বিবেচিত দেশগুলো বাদে অন্য সব গন্তব্যে ‘কঠোর শর্তসাপেক্ষে’ বাণিজ্যিকভাবে ফ্লাইটে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে সকালে নিয়ন্ত্রক সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতেতে জানিয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে চলমান কঠোর বিধিনিষেধ কয়েক দফায় সর্বশেষ ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বেবিচক আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চলাচলের বিধিনিষেধও সে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানালেও তা পাল্টে তিন দিনের মাথায় নতুন সিদ্ধান্ত এলো।
এমডব্লিউ/