আওয়ার ইসলাম ডেস্ক: এবার ভারতের রাজধানী দিল্লির বাত্রা হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে যাওয়ার পর একজন চিকিৎসকসহ আট জনের মৃত্যু হয়েছে।
জানা যায়, শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে হাসপাতালটির অক্সিজেন ফুরিয়ে যায়, অক্সিজেন সরবরাহ আসতে আসতে প্রায় দেড়টা বেজে যায়; অক্সিজেনবিহীন এই পৌনে দুই ঘণ্টা সময়ের মধ্যেই একে একে আট জনের মৃত্যু হয় বলে হাসপাতালটি জানিয়েছে।
এই নিয়ে হাসপাতালটিতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো অক্সিজেন ফুরিয়ে যাওয়ার ঘটনা ঘটল। এর আগে ২৪ এপ্রিলও এখানে অক্সিজেনের যোগান ফুরিয়ে গিয়েছিল। কিন্তু সেবার মারাত্মক কিছু ঘটার আগেই অক্সিজেন সরবরাহ এসে পৌঁছেছিল।
এনডিটিভি সূত্রে জানা গেছে, যে আট রোগীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে ছয় জন হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন, অপর দুই জন ওয়ার্ডে ছিলেন। যে চিকিৎসক মারা গেছেন তিনি হাসপাতালটির গ্যাস্ট্রোএন্ট্রেরোলজি ইউনিটের প্রধান ছিলেন।
-কেএল