মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

যুবসমাজকে মাদক থেকে মুক্ত করতে সম্মিলিতভাবে কাজ করতে চাই : মাহাতাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ শুক্রবার কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু’র কবর জিয়ারত ও আত্মার মাগফিরাতে দোয়া এবং বিশেষ মোনাজাতের আয়োজন করেন শূন্য আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাহাতাব হোসেন।

সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর কবর জিয়ারত শেষে মাহাতাব হোসেন বাজারের ব্যবসায়ী, সাধারণ মানুষ ও সড়কে চলাচলরত গাড়ির চালক এবং যাত্রীদের মাঝে করোনা সচেতনায় লিফলেট ও মাস্ক বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, ‘আবদুল মতিন খসরু ভাই ছিলেন মাটি ও মানুষের নেতা। তার নেতৃত্বে এই এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি ছিলেন সাধারণ মানুষের আপনজন। তার মৃত্যুতে শুধু বুড়িচং-ব্রাহ্মণপাড়ার ক্ষতি হয়নি। পুরো দেশ হারিয়েছে বঙ্গবন্ধুর আদর্শের অগ্রগামী লড়াকু সৈনিককে। আর আমরা হারিয়েছি আমাদের অভিভাবককে। এ এক অপূরনীয় ক্ষতি। আবদুল মতিন খসরুর শূন্যতা পূরণ কোনদিনও সম্ভব না।’

[caption id="" align="aligncenter" width="637"]No description available. আবদুল মতিন খসরু’র কবর জিয়ারত করছেন মাহতাব হোসেন।[/caption]

তিনি বলেন, ‘কুমিল্লা-৫ আসনের মানুষের অর্থনীতি উন্নয়নে কাজ করতে চাই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে অপ্রতিরোধ্য অগ্রগতি অর্জন করেছে তার ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগের বিকল্প নাই। আমি নৌকা মার্কার মনোনয়ন পেলে আমার প্রথম অঙ্গীকার থাকবে ব্রাহ্মণপাড়া ও বুড়িচংয়ে বিসিক করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা। পাশাপাশি খসরু ভাইয়ের অসমাপ্ত কাজের মধ্যে রাস্তা-ঘাটের উন্নয়ন ও শিক্ষা ব্যাবস্থার বিস্তার ঘটাতে চাই।’

এলাকার সর্বস্তরের উন্নয়নের পাশাপাশি যুব সমাজের দিকে বিশেষ মনোযোগ দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে যুবসমাজকে মাদকের ছোবল থেকে মুক্ত করতে সম্মিলিতভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।’

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ