ইয়াহইয়া বিন আবুবকর ৷।
অধিকৃত জেরুসালেমের সাফাদ নগরীর মেরোন পাহাড়ে "ঈদুশ শু'লা" তথা অগ্নিশিখা উৎসব পালন করতে গিয়ে ইহুদীদের ধর্মীয় হেরেদি সম্প্রদায়ের অন্তত ৪৪জন নিহত, আহত শতাধিক৷ উদযাপন চলাকালীন উপচেপড়া ভিড়ের ফলে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়৷
সপ্তম হিব্রু চ্যানেল অনুসারে, আজ (৩০ এপ্রিল) শুক্রবার সকালবেলা এ ঘটনা ঘটে৷ মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় চ্যানেলটি৷
'হিব্রু ইনেট ওয়েবসাইট' জানায় যে, ঘটনাস্থলে মেডিকেল টিম তৎক্ষনাত ছুটে গিয়েছে৷ দলগুলি গুরুতর আহত বাঁচানোর জন্য কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এবং ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্টের বড়ো সংখ্যক একটা দল আহতদের সরিয়ে নেওয়ার কাজে অংশ নিয়েছে।
এদিকে ইসরায়েলের পুলিশ বাহিনী জনতার এই উপচে ভীড় সরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে৷ যার সংখ্যা প্রায় ১ লাখ হারেদী। হারেদী হলো ইহুদীদের ধর্মীয় একটা সম্প্রদায়৷
প্রাথমিক তদন্ত অনুসারে, জানা যায় যে, অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন সিঁড়ি থেকে পিছলে যায় এবং পদপিষ্টহয়ে যায়, যার ফলে বাকিদের মাঝে হুলস্থুল সৃষ্টি হয়, এবং একে অপরের সাথে ধাক্কা খেয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে থাকে ফলে এ বিপর্যয় ঘটে।
টাইমস অব ইসরায়েল জানায়, করোনাভাইরাসের প্রকোপের মধ্যে এক লাখের মতো মানুষ বৃহস্পতিবার রাতেই জড়ো হয়। শুক্রবার আরও মানুষের সেখানে যাওয়ার কথা রয়েছে। গত বছর করোনার কারণে এ উৎসব স্থগিত করা হয়। দেশজুড়ে দ্রুতগতিতে টিকাদান সম্পন্ন করার পর এবার অনুমতি দেওয়া হয়।
সূত্র: আলকুদস
এনটি