আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে বাংলাদেশ। প্রথম দফায় ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন-সি পাঠানো হবে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৬ এপ্রিল ভারতে ছয় শতাধিক চিকিৎসা সরঞ্জাম পাঠায় যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চিকিসাৎযন্ত্রের চালান গত মঙ্গলবার সকালে যুক্তরাজ্য থেকে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছায়।
ভারতের হাসপাতালগুলোতে এখন অক্সিজেনের তীব্র অভাব দেখা দিয়েছে। টানা কয়েকদিনের মত করোনাভাইরাস সংক্রমণের বিশ্ব রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টা সেখানে সাড়ে তিন লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ হাজার ৭৬৭ জনের। অক্সিজেন সরবরাহে সংকট দেখা দেওয়ায় দিল্লির অনেক হাসপাতাল নতুন রোগী ভর্তি বন্ধ করে দিয়েছে।
বাংলাদেশ, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ভারতে টিকা তৈরির সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সেখানে অন্যান্য সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকেও ভারতে অক্সিজেন এবং ওষুধ পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এমডব্লিউ/