আন্তর্জাতিক ডেস্ক: মক্কার ইকরাম ফুড প্রিজারভেশন অ্যাসোসিয়েশন রমজানের প্রথম ১৫ দিনে ১১৫,০০০ হাজারেরও বেশি মানুষের মাঝে (বিনা-মূল্যে) ইফতার সামগ্রী বিতরণ করেছেন। বিদেশী ছাত্র, স্বাস্থ্য বিভাগে কাজ করা শ্রমিক ও যাদের প্রয়োজন তাদের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আহমেদ আল মারাফি মক্কার এ সংগঠনের (ইকরাম ফুড প্রিজারভেশন অ্যাসোসিয়েশন) পরিচালক। তিনি বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবক ও অধিবাসীরা প্রতিদিন ১০ হাজারেরও বেশি গরম খাবার (বিনা-মূল্যে) তাদের প্রতিবেশীদের ঘরে ঘরে বিতরণ করেছেন।
ইফতার করানোর জন্য ৪৭টির বেশি গাড়িতে গরম করার ওভেন ও রেফ্রিজারেটর ব্যবহার করে পানি, খেজুর ও ঐতিহ্যবাহী খাবার বিতরণ করা হয়।
আহমেদ আল মারাফি বলেন, ‘এ ইফতার বিতরণের মাধ্যমে যাদের খাবার প্রয়োজন তাদের খাদ্য নিরাপত্তা ও সহজে খাবার পাবার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া এ ইফতার বিতরণের মাধ্যমে স্বেচ্ছাসেবক সৃষ্টি ও প্রতিবেশীদের মধ্যে মানবতা দেখানোর সুযোগ বৃদ্ধি পেয়েছে। এছাড়া এ কার্যক্রমের মাধ্যমে তারা প্রবাসীদেরও খাবার খাওয়ান, যাদের সাথে তাদের পরিবার নেই। এছাড়া যারা রোজা রাখেন তাদেরকেও ইফতার দেয়া হয়।
সূত্র: আরব নিউজ
এনটি