মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম ও ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। বুধবার বিকালে কালীগঞ্জ-কাপাসিয়া সড়কের বক্তারপুর ইউনিয়নের পৈলানপুর বটতলা এলাকা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেল চালক ইমাম মাওলানা সোহেল হোসেন (৪০) ও শ্রমিক নূর ইসলাম (৩৫)।

নিহত ইমাম মাওলানা সোহেল হোসেন উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামের মৃত আশু নেওয়াজের ছেলে। তিনি বক্তারপুর ছোট দেওলিয়া জামে মসজিদের ইমাম ছিলেন। শ্রমিক নূর ইসলাম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ঝিকাতলা গ্রামের মৃত আকাব আলী শেখের ছেলে (৩৫)। সে দুই সন্তানের জনক। ধান কাটার জন্য তিনি গাজীপুর এসেছিলেন।

নিহত নূর ইসলামের ছোটভাই রবিউল জানান, এক সপ্তাহ আগে তার বড়ভাই পেটের দায়ে কাজের সন্ধানে গাজীপুরের কালীগঞ্জ আসেন। ভাইয়ের বড় আশা ছিল কাজ করে টাকা নিয়ে পরিবারের মুখে হাসি ফুটাবেন। সে আশা আর পূরণ হলো না নূর ইসলামের।

জানা যায়, উপজেলার মৃত আব্দুল মান্নানের ছেলে বাজিমউদ্দিনের ক্ষেতের ধান কেটে বোঝা নিয়ে বুধবার দুপুরে কৃষকের বাড়ি নিয়ে যাচ্ছিলেন নূর ইসলাম। পথে ইমামের মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগলে দুইজেই ছিটকে পড়ে গুরুতর রক্তাক্ত ও জখম হন।

স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নূর ইসলামকে মৃত ঘোষণা করেন। ইমাম সোহেলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে কালীগঞ্জ থেকে ঢাকা নেয়ার পথে ইমাম সোহেলও মারা যান।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, দুর্ঘটনার কথা শুনেছি। এখানো পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ