কাজী আব্দুল্লাহ।।
বিশ্বব্যাপী করোনা মহামারিতে এই প্রথম ইবাদতকারী ও ওমরা পালনকারীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হলো সৌদি আরবের মসজিদুল হারাম। রমজানের পনেরো তারিখে মাগরিবের নামাজের সময় পুরো তওয়াফস্থল মুসল্লিতে ভরে যায়। মসজিদুল হারামে করোনা থেকে সুরক্ষায় নির্ধারিত বিধি-নিষেধ মেনে নামাজ ও ওমরা পালন করা হচ্ছে।
হারামাইনের প্রশাসনিক বিষয়ক প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেছে যে, রমজানের প্রথম দশদিন ১৫ লক্ষ মানুষ করোনার টিকা ও টেস্ট করিয়ে দোয়া ও ওমরাহ করেছে। সকল পরিচালনা বিভাগ তাদের কর্মক্ষমতা উন্নত করেছে এবং হাজীদের জন্য মানসম্পন্ন পরিষেবা সরবরাহ করছে।
[caption id="attachment_217475" align="alignnone" width="500"] ছবি: আল আরাবিয়া[/caption]
হারামাইনের ব্যবস্থাপনা বিভাগ তাদের তওয়াফের স্থানে ১৪ এর পরিবর্তে ২৫ টি ট্র্যাক তৈরি করেছে যা দিয়ে হজ্বযাত্রীরা অনায়াসে তওয়াফ করছে। কাবার নিকটস্থ চারটি ট্র্যাকে বৃদ্ধ এবং প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে। প্রবীণ ও প্রতিবন্ধীদের ইলেকট্রনিক হুইলচেয়ারে তওয়াফের সুবিধাও প্রদান করা হচ্ছে।
আল আরাবিয়া থেকে অনুবাদ।
এনটি