আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনা সংক্রমণ বেড়ে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। হাসাপাতালগুলোতে করোনা রোগীদের চিকিৎসা মিলছে না। যেন এক মৃত্যুপুরিতে পরিণত হয়েছে। এমনই কঠিন মুহূর্তে রোগীদের মানবিক সহায়তায় সবাই এগিয়ে আসেন। গত মঙ্গলবার এক অনুষ্ঠানে বৈশ্বিক করোনা মহামারি থেকে মুক্তি চেয়ে সবার জন্য দোয়া করেন পাকিস্তানের বিশিষ্ট আলেম মাওলানা তারিক জামিল।
দোয়াতে মাওলানা তারিক জামিল বলেন, ‘হে আল্লাহ, আমাদের ওপর যে করোনা মহামারি এসেছে তা থেকে আমাদের সবাইকে রক্ষা করুন। পুরো বিশ্বের মানুষকে তা থেকে আমাদেরকে মুক্ত করুন।’
দোয়ায় তিনি আরো বলেন, ‘হে আল্লাহ, মুসলিমরাও আপনার বান্দা। অমুসলিমরাও আপনার বান্দা। সবাই আপনার সৃষ্টি। মুসলিম-অমুসলিম সবাইকে আপনি এ মহামারি থেকে রক্ষা করুন।’
তিনি আরো বলেন, ‘হে আল্লাহ, আমাদের প্রতিবেশী দেশে মৃত্যুর মিছিল চলছে, রাস্তায় মরদেহ পড়ে আছে, তাদের প্রতি অনুগ্রহ করুন। তাদেরকে মহাবিপদ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমরা মানবতার প্রতি সহানুভূতি জানিয়ে তাদের জন্য তোমার অনুগ্রহ কামনা করছি। হে আল্লাহ এই মহামারিকে আপনি দূর করুন। বিশ্বকে মহা আজাব থেকে রক্ষা করুন। সবাইকে আপনি রক্ষা করুন।’
ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৬৩৭ জন এবং মারা গেছে দুই লাখ এক হাজার ১৬৫ জন।
এনটি