মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ভারতীয় ট্রাক চালকদের দেশে অবাধে চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের স্থলবন্দরগুলোতে ভারতের পণ্যবাহী ট্রাক চালক ও হেলপারা অবাধে চলাচল করছে। তাদের মাধ্যমে ভারতের নতুন বৈশিষ্টের করোনা সংক্রমণ এদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া রফতানি পণ্য নিয়ে বাংলাদেশী ট্রাক ভারতে যাওয়ায় ঝুঁকি বেড়েছে।

ভারতে নতুন বৈশিষ্টের করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশটির সাথে স্থলপথে যাতায়াত বন্ধ করা হলেও চালু রয়েছে পণ্য পরিবহন। ফলে প্রতিদিন শত শত ভারতীয় ট্রাক বাংলাদেশে আসে। বন্দর এলাকায় এসব ট্রাকের চালক ও তাদের সহযোগিরা চলাচল করছেন অবাধে। করোনা শনাক্ত করতে স্থলবন্দরে শরীরের তাপমাত্রা মাপা ছাড়া অন্য কোন পরীক্ষার ব্যবস্থা না থাকায় নতুন ধরণের করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে।

হিলি সীমান্ত দিয়ে আসা ভরতীয় ট্রাক চালকরা জানিয়েছে, বন্দরগুলোর ভারতের অংশেও শুধু তাদের তাপমাত্রা মাপা হয়। সেখানেও স্বাস্থ্য বিভাগের কোন জনবল নেই। এদিকে, স্বাস্থ্য ঝুঁকি জেনেও রফতানি পণ্য নিয়ে ভারতে যাচ্ছে বাংলাদেশী অনেক ট্রাক। এতে নতুন ধরণের করোনা সংক্রমণ ছড়ানোর সংশয় রয়েছে। স্বাস্থ্য বিভাগের স্থানীয় কর্মকর্তারা জানান, সীমিত জনবল নিয়ে বিপুল সংখ্যক চালক ও হেলপারকে করোনা পরীক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে।

তবে স্থলবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মেনেই পণ্য আমদানি-রপ্তানি করা হচ্ছে। এদিকে, নতুন ধরণের করোনা সংক্রমণ রোধে স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ভারতীয় চালকদের চলাচল নিয়ন্ত্রণ এবং বাংলাদেশি চালকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ