আওয়ার ইসলাম ডেস্ক: প্রথম দফার রিমান্ড শেষেই হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব, খেলাফত মজলিসের নেতা মাওলানা আতাউল্লাহ আমিনের ছয় দিন ও ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক মাওলানা ইহতেশামুল হক সাখীর আবার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাজধানীর পল্টন ও মতিঝিল থানার পৃথক মামলায় প্রথম দফার রিমান্ড শেষেই আবারও এই আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুই মামলার দুই তদন্ত কর্মকর্তা মাওলানা আতাউল্লাহ আমীনকে হাজির করে গ্রেপ্তার দেখানোসহ ১৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এর মধ্যে মতিঝিল থানার মামলায় দশদিন ও পল্টন থানার মামলায় সাতদিন। শুনানি শেষে বিচারক প্রত্যেক মামলায় তিনদিন করে মোট ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে পল্টন থানার মামলায় সাখীকে গ্রেপ্তার দেখানোসহ সাতদিনের রিমান্ড আবেদন করে পল্টন থানা পুলিশ। আদালত তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে দুদিন রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন।
গত ২২ এপ্রিল রাজধানী থেকে ইহতেশামুল হক সাখী ও খেলাফত মজলিসের নেতা মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেপ্তার করে পুলিশ।
সূত্র: বাসস
এনটি