মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ওবায়দুল কাদেরকে মির্জা কাদের, ‘আপনি আমাকে সত্যবচন থেকে সরাতে পারবেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে তার ছোটভাই বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ওবায়দুল কাদের সাহেব আমি নামাজের বিছানায় বসে শপথ করেছি। আপনি আমাকে সত্যবচন থেকে সরাতে চান, পারবেন না।

তিনি মঙ্গলবার রাত ১০টায় বসুরহাট পৌরসভা ভবন থেকে তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুকে লাইভে এসে এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, আমি তো আমার এলাকার অপকর্মের কথা তুলে ধরেছি, এমপি একরাম-নিজামের অপকর্মের কথা তুলে ধরেছি- কী বিচার করেন আমরা দেখব।

কর্মীদের নাজেহাল করা হচ্ছে এমন অভিযোগ করে কাদের মির্জা বলেন, সত্য কথা বলতে গেলে আমার কর্মীদেরকে নানাভাবে নাজেহাল করা হচ্ছে, আল্লাহর দিকে তাকিয়ে থাকা ছাড়া আমার কোন পথ নাই। মনের কষ্টটা কার কাছে বলবো, কেউ নেই, এতবার আমাকে হত্যার পরিকল্পনা করেছে। আমার এখানে ২ হাজার গুলি হয়েছে, আমার ভাই ওবায়দুল কাদের নিজে তো আসেন নাই, একটা লোক পাঠিয়ে আমার খবরটাও নেন নাই। নোয়াখালী ও কেন্দ্রের একটা নেতাও ফোন করে খবর নেননি।

কাদের মির্জা আক্ষেপ করে বলেন, ৪৭ বছর এ দলের জন্য ত্যাগ স্বীকার করেছি। অপেক্ষা করেন ওবায়দুল কাদের আপনাকে এগুলোর একদিন গণআদালতে জবাব দিতে হবে। আপনি ছাড়ও পাবেন না-রেহাইও পাবেন না। আপনি জুয়েলের হুংকারে কেন ভয় পান, আপনার যদি ক্রটি না থাকে।

তিনি বলেন, মুখ বন্ধ করতে পারবেন না। মেরে ফেলতে পারবেন। মারার জন্য তো ছয় বার চেষ্টা করছেন, এখনও আল্লাহ রেখেছে। রাখে আল্লাহ মারে কে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ