আবু তালহা তোফায়েল
সিলেট গোয়াইনঘাট প্রতিনিধি>
সিলেটের গোয়াইনঘাটে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আকলু মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার রাতে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি উপজেলার আলীরগাঁও ইউনিয়নের ধর্ম গ্রামের বাসিন্দা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল আকলু মিয়া সর্দি, কাশি ও জ্বর নিয়ে চিকিৎসার জন্য জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে থেকে করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগ তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা শেষে গত এপ্রিল হাসপাতাল থেকে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে।
বিষয়টি জানার পর গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। সপ্তাহখানেক হোম কোয়ারেন্টাইনে থাকার পর শুক্রবার রাতে আকলু মিয়া মারা যান। গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের ধর্মগ্রাম গ্রামে তার বাড়ি।
০৯ এপ্রিল (শনিবার) সকাল ০৮ ঘটিকায় মৃত ব্যাক্তির জানাজা অনুষ্ঠিত হয় তার নিজ বাড়িতে। এসময় জানাযার ইমামতি করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। সাথে ছিলেন উপজেলা প্রশাসনের টিম সদস্যরা।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুস সাকিবের নেতৃত্বে এই টিম সদস্যরা মৃত ব্যাক্তির দাফন সম্পন্ন করে। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার প্রতিনিধি টিম, গোয়াইনঘাট স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি টিম, আলীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের, স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহিন আহমদ।
জানাযা ও দাফনে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা জাকির হুসাইন, মাওলানা আবুল হাসানাত, মাওলানা ফয়সাল আহমেদ প্রমুখ।
-এটি