মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা হেফাজতে ইসলামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন আহ্বায়ক কমিটির মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী এক ভিডিও বার্তার মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

ভিডিও বার্তায় আল্লামা জিহাদী বলেন, প্রিয় দেশবাসী আপনারা এর আগে দেখেছেন দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির ঘোষণা দিয়েছেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। এরপরে ৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন তিনি। দেশবাসীর কাছে এই ঘোষণা পৌঁছে দেওয়ার দায়িত্ব তিনি আমাকে দিয়েছেন। বর্তমানে এই আহ্বায়ক কমিটির মাধ্যমেই পরিচালিত হবে হেফাজতে ইসলাম।

নতুন আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা হলেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, সদস্য সচিব (মহাসচিব) আল্লামা নুরুল ইসলাম জিহাদী। এছাড়া এই কমিটিতে আরো থাকবেন অরাজনৈতিক দুই ব্যক্তিত্ব- মাওলানা সালাহুদ্দীন নানুপুরী ও অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা)।

এই কমিটির মাধ্যমে আজ থেকে হেফাজতে ইসলামের কার্যক্রম সুচারুরূপে পরিচালিত হবে বলে জানান আল্লামা নুরুল ইসলাম জিহাদী।

এর আগে (২৫ এপ্রিল) রোববার রাত আনুমানিক ১১টার দিকে এক ভিডিও বার্তায় বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির ঘোষণা দিয়েছেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী, দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অরাজনৈতিক দ্বীনি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পরামর্শক্রমে বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হইল।’

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ